ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে নিয়োগ দিয়েছেন। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। এর আগে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরাইলি সেনাবাহিনীতে (আইডিএফ) অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও সপ্তম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা এবং ‘হাবাশেন’ ডিভিশনের (২১০) কমান্ডারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয়ে থাকে মোসাদকে। গ্লোবাল র্যাঙ্কিংয়ের মার্কিন গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’র পরই মোসাদের অবস্থান। -হিন্দুস্তান টাইমস