পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উসমা খানম গতকাল আদিয়ালা জেলে কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। এরপর তিনি জানিয়েছেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। ফলে সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর গুজব নিয়ে চলা কয়েক দিনের নাটকীয়তার অবসান হয়েছে।
গতকাল কয়েক সপ্তাহ পর উজমা খানমকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়। উজমা খানম কারাগারের ভিতরে যাওয়ার সময়ও বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক কারাগারের জড়ো হয়েছিলেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে উজমা খানম বলেন, ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে। তবে তিনি খুব রাগান্বিত ছিলেন এবং বলেছেন তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’ তিনি জানান, তার ভাইকে দিনের বেলায় সারাক্ষণ তার কক্ষেই রাখা হয়, বাইরে যাওয়ার জন্য সামান্য সময় দেওয়া হয় এবং কারও সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। উজমা খানম জানান, তিনি ইমরান খানের সঙ্গে ৩০ মিনিট ছিলেন।
এদিকে ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরিতে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই দিনে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনারও পৃথক নির্দেশনায় ৩ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ করার ঘোষণা দেন। সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দণ্ডবিধির ১৪৪ ধারা জেলা প্রশাসনকে বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য চার বা ততধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয়। ইসলামাবাদ ম্যাজিস্ট্রেটের ১৮ নভেম্বরের আদেশে বলা হয়, সমাজের কিছু অংশ ‘অবৈধ সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে’ -এমন আশঙ্কা থেকে এ নির্দেশ জারি করা হয়েছে। -ডন
ঠিক কোন ধরনের সমাবেশের কথা বলা হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আদেশে বলা হয়েছে, জেলার রাজস্বসীমা, বিশেষ করে রেড জোনসহ ইসলামাবাদের সব জনসমাগমস্থলে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, শোভাযাত্রা ও বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনশান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব পদক্ষেপ জরুরি। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং ১৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। -ডন