হংকংয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হওয়ার পর উঁচু ভবনগুলোতে অগ্নিনিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ অভিযান শুরু করেছে চীন। গতকাল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। কয়েক দশকের মধ্যে হংকংয়ের এই ভয়াবহ অগ্নিকাণ্ড শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। হংকং বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং সর্বোচ্চ আবাসিক ভবনের শহর হিসেবে পরিচিত।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চীনের স্টেট কাউন্সিল ওয়ার্ক সেফটি কমিটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে উঁচু ভবনগুলোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁঁকি এবং বিপত্তিগুলো চিহ্নিত করে তা পরিদর্শন ও সংশোধনমূলক একটি অভিযান শুরু করার কথা বলা হয়েছে।-এএফপি
সিসিটিভি জানায়, এই অভিযানের সময় উঁচু ভবনগুলোতে দাহ্য বা জ্বলনশীল উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়াও বাঁশের মাচা বা অগ্নি-প্রতিরোধক নয় এমন নিরাপত্তা জাল ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হবে। সিসিটিভি জানিয়েছে, ‘সব অঞ্চলের কর্তৃপক্ষকে দায়িত্বশীল হতে হবে। উন্নয়ন ও নিরাপত্তাকে সমন্বয় করতে হবে। উঁচু ভবনে বড় ধরনের অগ্নিঝুঁকি তদন্ত ও প্রতিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করতে হবে।’ সেখানে আরও বলা হয়, ‘দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে তদারকি ও পরিদর্শন জোরদার করতে হবে’।