পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যপালের সরকারি বাসভবন ‘রাজভবন’-এর নাম পরিবর্তন করে করা হয়েছে ‘লোকভবন’। রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের উদ্যোগে এ পরিবর্তন কার্যকর হয়। ১৮০৩ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হয়। ওই বছরের ২৬ জানুয়ারি এক বর্ণাঢ্য বল নাচের অনুষ্ঠানের মাধ্যমে ‘গভর্নমেন্ট হাউস’-এর উদ্বোধন করা হয়। ১৩ লাখ রুপি ব্যয়ে নির্মিত প্রাসাদোপম এ ভবনটি তখন ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন, যার নাম ছিল গভর্নমেন্ট হাউস (বাংলায় লাটভবন)। বর্তমানে এখানে বসবাস করেন রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস। রাজভবন গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও অনুষ্ঠান আয়োজনের স্থান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কলকাতায় এলে এখানেই থাকেন। দীর্ঘদিন ধরে নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর রাজভবন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করে। ফলে ঔপনিবেশিক আমলের পরিচয় সরিয়ে নতুন নাম হলো ‘লোকভবন’। ঘোষণা আসার সঙ্গে সঙ্গে রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও পরিবর্তন করা হয়েছে। নতুন নাম ‘লোকভবন’।
গতকাল এক্স-এ রাজ্যপাল লিখেছেন, ২০২৩ সালের ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোসের অনুরোধে তৎকালীন রাজভবনের প্রতীকী চাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে তুলে দেন। সেই মুহূর্তেই মানুষের রাজভবন জন রাজভবনের সূচনা হয়। উদ্দেশ্য ছিল রাজভবনকে মানুষের কাছাকাছি নিয়ে আসা, তাদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া। তিনি আরও লেখেন, এই ভাবনার ধারাবাহিকতায় ২৫ নভেম্বর ২০২৫-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সব রাজভবন ও রাজনিবাসের নাম যথাক্রমে ‘লোকভবন’ ও ‘লোকনিবাস’ করা হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের রাজভবনসহ সব সংশ্লিষ্ট ভবন এখন থেকে সর্বজনীনভাবে ‘লোকভবন’ নামে পরিচিত হবে।