ন্যাটোর মহাসচিব মার্ক রুট আঞ্চলিক স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে আবারও ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ন্যাটোর মধ্যে ঐক্য, সম্প্রীতি ধরে রাখতে আইসল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী রেইকজাভিকে এক অনুষ্ঠানে ন্যাটোর মহাসচিব এ মন্তব্য করেন। ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর রুট তার প্রথম সরকারি সফরে আইসল্যান্ডে যান ন্যাটোর মহাসচিব মার্ক রুট। সফরে ন্যাটো মহাসচিব দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রস্টোডোটির এবং পররাষ্ট্রমন্ত্রী থর্গেরদুর ক্যাট্রিন গুনারসডোটিরের সঙ্গে দেখা করেন। পরে তিনি উত্তর আটলান্টিকের জোটের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কেফ্লাভিক বিমানবন্দরে ন্যাটো নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। আইসল্যান্ডের সংবাদ সংস্থা আরইউভি জানিয়েছে, এক যৌথ সংবাদ সম্মেলনে রুট ন্যাটো কিয়েভকে সামরিক ও আর্থিকভাবে সহায়তা অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেছেন, শান্তি আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। এই প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন তিনি।-এএফপি
রুট ইউক্রেনের জন্য অস্ত্র ক্রয়ের জন্য তহবিল, আহত সৈন্যদের জন্য কৃত্রিম অঙ্গ এবং লিথুয়ানিয়ার পাশাপাশি মাইন অপসারণ প্রচেষ্টায় অংশগ্রহণসহ আইসল্যান্ডের অবদানের জন্যও ধন্যবাদ জানান। তিন আশ্বস্ত করেন, আইসল্যান্ড স্পষ্ট বার্তা দিয়েছে যে মিত্ররা ইউক্রেনের পাশে আছে। যদিও আইসল্যান্ডের কোনো স্থায়ী সেনাবাহিনী নেই, তবু ন্যাটো লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা বিনিয়োগ জিডিপির ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। ন্যাটো মহাসচিব এই সিদ্ধান্তকে ‘কঠিন কিন্তু প্রয়োজনীয়’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে, এটি জোটের প্রতি রেইকজাভিকের স্পষ্ট সমর্থন প্রদর্শন করেছে। ফ্রস্টডোটির বলেন, আইসল্যান্ডের ভৌগোলিক অবস্থান দীর্ঘদিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক কার্যকলাপের মধ্যে। তিনি জোর দিয়ে বলেন, দেশটি তার আয়োজক-জাতির সমর্থন বৃদ্ধি করেছে এবং ন্যাটোর সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে।