হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চীনা শহরটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা। একাধিক বহুতল ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে এই আগুন লেগেছিল সেখানকার প্রায় ২০০ বাসিন্দার খোঁজ এখনো মেলেনি। গতকাল তিনি এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার স্থানীয় সময় বিকালে হংকংয়ের উত্তরাঞ্চলীয় জেলা তাই পো এলাকার আটটি ৩২ তলাবিশিষ্ট ভবন নিয়ে গঠিত ওয়াং ফুক কোর্টে আগুন লাগার অল্প সময়ের মধ্যে তা দ্রুত পুরো কমপ্লেক্সজুড়ে ছড়িয়ে পড়ে। ৪২ ঘণ্টার পর গতকাল আগুন নিয়ন্ত্রণে আসে।
‘বিস্তৃত তদন্তের জন্য পুলিশ যখন ভবনের ভিতর ঢুকবে তখন আরও মৃতদেহ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না আমরা,’ সংবাদ সম্মেলনে বলেছেন হংকংয়ের নিরাপত্তাপ্রধান ক্রিস ট্যাং। মৃত ১২৮ জনের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আগুন লাগার পর ওই কমপ্লেক্সের ফায়ার অ্যালার্ম ঠিকঠাক কাজ করেনি বলেও জানিয়েছেন তিনি। উদ্ধার অভিযান শেষ হয়েছে। ১২ দমকলকর্মীসহ ৭৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ‘আমাদের লক্ষ্য হচ্ছে ভবনের তাপমাত্রা কমিয়ে আনা, যখন সবকিছু নিরাপদ মনে হবে তখন পুলিশ তথ্যপ্রমাণ সংগ্রহ করবে এবং আরও তদন্ত চালাবে,’ বলেছেন ট্যাং।-এএফপি
আবাসিক কমপ্লেক্সটিতে ৪ হাজার ৬০০-এর বেশি মানুষের বাস ছিল; সংস্কার কাজের জন্য এগুলোর চারপাশে ছিল বাঁশ ও সবুজ জালের ঘেরাটোপ। পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণসামগ্রীর কারণে আগুনের এ ঘটনা ঘটে থাকতে পারে। দায়ী সন্দেহে নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। ১৯৪৮ সালের পর আগুনে এত প্রাণহানি আর দেখেনি হংকং। সে বছর গুদামে অগ্নিকাণ্ডে ১৭৬ জন প্রাণ হারিয়েছিলেন।