হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ আগুনে কমপক্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জন হয়েছে এবং প্রায় ৩০০ জনের মতো নিখোঁজ রয়েছেন। গতকাল পুলিশ জানিয়েছে, ‘চরম অবহেলাকারী’ নির্মাণ কোম্পানিগুলো অনিরাপদ উপকরণ ব্যবহার করায় আগুনের এ ঘটনা ঘটে থাকতে পারে।
বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। দমকলকর্মীরা ৩২ তলা ওই ভবনগুলোর ওপরের তলাগুলোতে সম্ভাব্য আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছতে বেগ পাচ্ছেন। তবে দমকলকর্মীদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। -বিবিসি