রুশ হুমকির মুখে ফ্রান্সকে কোনোভাবেই দুর্বল হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধে লড়তে ফ্রান্সের তরুণদের পাঠানোর কোনো ইচ্ছা নেই। গতকাল আরটিএল রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, এ হুমকির মুখে দুর্বলতা দেখালে আমরা ভুল করব, যদি আমরা নিজেদের রক্ষা করতে চাই। আমার একমাত্র উদ্বেগের বিষয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে যারা আমাদের সবচেয়ে বেশি হুমকি দিচ্ছে, সেই শক্তির কাছে আমরা দুর্বল নই। ফ্রান্স শান্তি চায় তবে এমন শান্তি নয় যা রাশিয়াকে তার আগ্রাসন অব্যাহত রাখার সুযোগ দেবে, অন্য ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তা বিপন্ন করবে। -আরব নিউজ
ম্যাক্রোঁ এ সপ্তাহের শেষে সামরিক সেবার একটি স্বেচ্ছাসেবী রূপরেখা নিয়ে একটি ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ফ্রান্স ১৯৯৭ সালে বাধ্যতামূলক সামরিক পরিষেবা বাতিল করেছিল। তিনি আরটিএলকে জানান, বৃহস্পতিবার তিনি জাতীয় সেবার রূপান্তর করে একটি নতুন রূপ ঘোষণা করবেন, তবে এর বিশদ বিবরণ দেননি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এ পরিকল্পনায় প্রথম বছরে ২ হাজার থেকে ৩ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে বছরে ৫০ হাজারে উন্নীত করার চেষ্টা করা হবে। -আরব নিউজ