১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পরিকল্পনা করছে মালয়েশিয়া সরকার। অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বলেছেন, ২০২৬ সাল থেকে ১৬ বছরের কম বয়সিদের জন্য নতুন প্রবিধান প্রণয়ন করা হচ্ছে। যার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে সীমাবদ্ধতা আরোপ করা হবে। তিনি আরও জানান, মালয়েশিয়া সরকার এ বিষয়ে অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের আইন পর্যালোচনা করছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে শিশুদের সাইবার বুলিং, আর্থিক প্রতারণা ও যৌন নির্যাতনসহ বেশ কিছু ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এ পরিকল্পনায় অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীর বয়স যাচাই করা হবে। এ প্রক্রিয়ায় সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর প্রয়োজন হবে। যা ‘অনলাইন সেফটি অ্যাক্ট’-এর সঙ্গে যুক্ত করা হবে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। সরকার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। শিশুদের নিয়ে পরিবারগুলোর প্রতিও পরামর্শ দিয়েছেন ফাহমি ফাদজিল। তিনি বলেছেন, শিশুদের দীর্ঘক্ষণ ডিভাইস ব্যবহারের পরিবর্তে ঘরের বাইরের কার্যকলাপ বা খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি পিতা-মাতাদের উদ্দেশে বলেন, সন্তানদের ডিজিটাল যন্ত্র ব্যবহার পর্যবেক্ষণ করা জরুরি। জাতিসংঘ শিশু অধিকার চুক্তি অনুযায়ী ১৮ বছরের কম বয়সিদের শিশু হিসেবে ধরা হয়। -মালয় মেইল
তাদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিশ্বজুড়েই উদ্বেগ তৈরি করেছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল ও ফেসবুকের মতো ই-কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে মামলার মুখেও পড়েছে। অভিযোগ উঠেছে, প্ল্যাটফর্মগুলো কিশোর-কিশোরীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংকট তীব্র করছে, ঘুম বা দৈনন্দিন কার্যকলাপেও নেতিবাচক প্রভাব ফেলছে।-মালয় মেইল