চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে পরীক্ষামূলক প্রস্তুতির সময় ট্রেনের ধাক্কায় রেলওয়ের ১১ জন কর্মী নিহত। এছাড়া দুজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদেন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদেন বলা হয়, ভোরে ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন স্টেশনে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন ভূমিকম্পে সরঞ্জাম পরীক্ষার জন্য চালু করা হয়েছে। ওই সময় রেলওয়ের শ্রমিকরা কাজ করছিল। একপর্যায়ে ট্রেনটি বাঁকানো রেলপথ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রক্ষণাবেক্ষণ কর্মীদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধার কাজ শুরু করেছে। সেই সাথে স্থানীয় সরকারের সহায়তায় আহতদের উদ্ধার প্রচেষ্টা এবং চিকিৎসার আয়োজন করেছে।
সিনহুয়া জানিয়েছে, লুওয়াংঝেন স্টেশনে রেল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, এবং আহতদের চিকিৎসা ‘সুশৃঙ্খলভাবে চলছে।
গ্লোবাল টাইমস অনুসারে, দুর্ঘটনার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা চালু করেছে। সেই সাথে আইন অনুসারে দায়ীদের বিচার এবং রেলয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র: আলজাজিরা।
বিডি প্রতিদিন/কামাল