ঢাকাই সিনেমার নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিক কত? এর স্বচ্ছ চিত্র অবশ্য কখনোই মেলে না। কারণ আয়করসহ নানা কারণে তারকারা তাদের প্রকৃত পারিশ্রমিকের কথা গোপন রাখেন। তবে পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিকের আনুমানিক চিত্র তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ

জয়া আহসান
জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ব্যাচেলর দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিনয় শুরু। দেশের বাইরে ‘আবত’ সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় নাম লেখান। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। একাধিক সূত্রে জানা গেছে, অভিনয় জীবনের শুরুতে সিনেমায় তাঁর পারিশ্রমিক ছিল ৬ থেকে ১০ লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্কও। প্রযোজক-পরিচালকরা জানিয়েছেন, দেশের সিনেমায় জয়া কখনো ১৫ আবার কখনো ২০ লাখ টাকা পান। ক্ষেত্রবিশেষে এই অঙ্ক কমবেশি হয়। পশ্চিমবঙ্গের সিনেমায় জয়ার পারিশ্রমিক ২০ থেকে ২৫ লাখ বলে একটি সূত্র জানায়।

অপু বিশ্বাস
জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানি হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। বর্তমানে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত। এ অঙ্গনে তাঁর চাহিদাও অনেক। এ নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এ ছবিতে অপুর সম্মানি ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে।

পরীমণি
নায়িকা পরীমণির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির জন্য তখন ৩ লাখ টাকা সম্মানি নিয়েছিলেন। জনপ্রিয়তার নিরিখে ছবিপ্রতি পরীমণির সম্মানিও বেড়েছে। তিনি সর্বোচ্চ ২২ লাখ টাকা সম্মানি নিয়েছিলেন ‘অ্যাডভেঞ্চার সুন্দরবন’-এ। এর বাইরে আরও কয়েকটি ছবিতেও তিনি ২২ লাখ টাকা সম্মানি নিয়েছিলেন। তবে ক্ষেত্রবিশেষে এর কমেও অনেক প্রযোজক-পরিচালকের ছবিতে কাজ করে দিয়েছেন। দেশে ২২ লাখ টাকা সম্মানি নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি সম্মানি নিয়েছেন। ফেলুবক্সী ছবিতে পরীমণির সম্মানি ছিল ২৮ লাখ টাকা।

নুসরাত ফারিয়া
এ নায়িকার প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার ‘আশিকী’। এ ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। একটি সূত্র জানিয়েছে, ‘আশিকী’ ছবিতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানি ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো ছবিতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানি চেয়ে থাকেন। তবে দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো না হওয়ায় মাঝখানে ১০ লাখ টাকার কমেও ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন এ নায়িকা।

শবনম বুবলী
‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে শুরু। এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের বেশি চলচ্চিত্রে। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানি পেয়েছিলেন ৫ লাখ টাকা; প্রযোজক-পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তাঁর একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী সম্মানি নিচ্ছেন ৬ থেকে ১৫ লাখ টাকা।

তমা মির্জা
তমা মির্জা বড়পর্দার পাশাপাশি ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমানতালে কাজ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা ছবিপ্রতি সম্মানি নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে ছবিভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় তমা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রথম ছবিতে সম্মানি পেয়েছিলেন ৩ লাখ টাকা। গেল দেড় দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

বিদ্যা সিনহা মিম
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তাঁর পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য ৫ হাজার টাকা সম্মানিও পেয়েছিলেন। ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’সহ ছবিপ্রতি ১৫ লাখ টাকা সম্মানি দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠানামা করে।

পূজা চেরী
মাত্র সাত বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু পূজা চেরীর। নায়িকা হিসেবে তার প্রথম ছবি ‘নূরজাহান’। দ্বিতীয় ছবি ‘পোড়ামন ২’ দিয়ে আসেন আলোচনায়। এরপর একে একে অভিনয় করেন ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’, ‘লিপস্টিক’, ‘টগর’ সহ বেশ কটি সিনেমায়। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেও নির্মিত ‘নূরজাহান’ ছবিতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল ৩ লাখের মতো। পূজা এখন ছবিপ্রতি ১০ থেকে ২৫ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে ৮ লাখ টাকায়ও কাজ করেন।