নায়িকা শবনম বুবলী সম্প্রতি রাজধানীর এক ফ্যাশন ইভেন্টে বধূবেশে হাজির হয়ে আবারও নজর কাড়লেন। সেই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে উঠে এলো তার বিয়ে, ছেলে শেহজাদ খান বীর এবং ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন কথা। ইভেন্টে বুবলী ছিলেন রাজকীয় সাজে- গাঢ় বেগুনি রঙের জমকালো লেহেঙ্গা শাড়ি, সোনালি-রুপালি সুতায় কারুকাজ, আর পাথরের ঝিলিকময় শাড়ির কাজ যেন দৃষ্টি আটকে রাখে। গলায় ভারী নেকলেস, কানে বড় দুল, সিঁথিতে টিকলি- সব মিলিয়ে বধূবেশে তাকে মনে হচ্ছিল অনন্য। অতীত স্মৃতিতে ফেরত গিয়ে নিজের বিয়ের সাজের কথা জানান বুবলী। বলেন, ‘আমার বিয়ের সাজটা খুবই ছিমছাম ছিল। শাড়ি পরেছিলাম। আমরা দুজনই মিডিয়া ব্যক্তিত্ব-তাই কিছুটা গোপনীয়তা ছিল। অনুষ্ঠানটা খুব বড় ছিল না, বেশ ঘরোয়াভাবেই হয়েছিল। তবে নিজের মনের মতো করেই সেজেছিলাম-সিম্পল, ন্যাচারাল লুকে।’ বিয়েবাড়ির খাবার নিয়ে হাসিমুখেই জানান, নিজের পছন্দ-অপছন্দ। সাধারণত ডায়েট মেনে চললেও বিয়ের অনুষ্ঠানে তা মানেন না বুবলী। এ সময় উঠে আসে শাকিব খানের প্রসঙ্গও। ‘বিয়েবাড়িতে ঢুকলেই চোখের ক্ষুধা আগে কাজ করে। আমার আর আমার বরের (শাকিব খান) খাবারের পছন্দ একই। আমাদের দুজনেরই মাছ আর সবজি খুব পছন্দ,’ বলেন তিনি। ছেলে বীর ও শাকিব খানকে নিয়ে খোলামেলা কথা বলেন বুবলী।