তারকা তর্ক। কবি আসাদ কাজল, চিত্রনায়ক হেলাল খান, রুমানা ইসলাম মুক্তি, চিত্রনায়িকা নূতন। স্ব স্ব ক্ষেত্রে চার উজ্জ্বল নক্ষত্র। তারা থাকবেন, কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় চাওয়া-পাওয়ায় তারকা তর্ক পর্বে। ‘সংসার সুখের হয় রমণীর গুণে কথাটি কতটুকু সত্য?’ শিরোনামে এ অনুষ্ঠানে অতিথি কবি আসাদ কাজল এ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সত্যিই ভালো লেগেছে। কারণ তারকা তর্কে বলতে পেরেছি, “সংসার সুখের হয় রমণীর গুণে-কথাটি কতটুকু সত্য?” শিরোনামে পুরুষের স্বপক্ষে নানা যুক্তি। সংসার সুখের হয় শুধু রমণীর গুণে-এ কথা এখন আর সত্য নয়, স্বেচ্ছায় ডিভোর্সে নারী- ৭৫ শতাংশ আর পুরুষ ২৫, নারীর আলমারি ভর্তি শাড়ি জামা-কাপড় ও গয়না আর পুরুষের দুটি প্যান্ট শার্ট, দেশে ও প্রবাসে পুরুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে সুখের সংসার এবং তুলে ধরতে পেরেছি নানা যুক্তি। কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এর পক্ষে বিপক্ষে উভয় পক্ষই ভালো বলেছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ যুক্তি উপস্থাপন করেছেন। এই জমজমাট অনুষ্ঠানটি প্রচারিত হবে বিটিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রযোজনায় মাহবুবা জ্যাবিন।