দেবের পরেই শাকিব খানের নায়িকা ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী। ছোটপর্দায় ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন। দ্বিতীয় কাজ দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে। ডিসেম্বরে ছবি মুক্তি। এবার তিনি শাকিব খানের নায়িকা। পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ঈদের ছবি শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন। ছবির নাম ‘প্রিন্স’। এতে শাকিবের বিপরীতে দুই নায়িকা থাকবেন। তাঁদের একজন তাসনিয়া ফারিণ। দ্বিতীয় নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু। ইতোমধ্যে নাকি নায়িকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজকের। নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য গোটা বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু। কলকাতা, মুম্বাই, বাংলাদেশসহ নানা জায়গায় শুটিং হবে। ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে ‘অ্যানিমেল’-খ্যাত অমিত রায়। এর আগে ওপার বাংলার ছোটপর্দার নায়িকা ইধিকা পাল অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। পরে তিনি ওপারের দেবের ছবিরও নায়িকা হন। একইভাবে ইধিকার মতো ছোটপর্দা থেকে বড়পর্দায় সফল হওয়ার উদাহরণ থাকার কারণে জ্যোতির্ময়ীর সম্ভাবনাকে কেন্দ্র করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।