দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা, ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’। সিনেমাটি বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় তৈরি। আগামীকাল দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ফেরেশতে’। জয়া আহসান এখন কলকাতায়। তিনি তার সোশ্যাল সাইটে এরই মধ্যে সিনেমাটির প্রচারণা করছেন। মুক্তির আগেই দেশে ফিরে সিনেমাটির প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে। প্রযোজক ও এ সিনেমার অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। পরিচালক সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন এ চলচ্চিত্রে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজনা করেছেন জয়া আহসান। এ কাজটিকে জয়া চ্যালেঞ্জিং হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভিতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।’ জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এ সিনেমায় রয়েছে একটি গান যেটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে প্লেব্যাক করেছেন ইরানি গায়িকা হামিদেহ্। বাংলা ও ফারসি ভাষায় নির্মিত ফেরেশতে চলচ্চিত্রে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শীর্ষক গানটির কথা লিখেছেন নীহার আহমেদ ও পিয়াস মজিদ। বেলাল খানের সুরে সংগীত পরিচালনা করেছেন ফ্রান্সের সংগীত পরিচালক ফুয়াদ হেজাজি। ‘ফেরেশতের’ চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে। নির্মাণের পর সিনেমাটি দেখানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি পুরস্কারও জিতেছে। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর