ঢালিউড বিউটি কুইন খ্যাত অভিনেত্রী শাবানা জানালেন, তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক এখন সুস্থ আছেন। তবে চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে শাবানা মুঠোফোনে আরও বলেন, আমাদের এই চরম দুঃসময়ে কারা এমন গুজব রটাল যে, আমরা নাকি ঢাকায় এসেছি। এমন গুজব ছড়াতে তাদের বিবেকে কি একটুও বাধলো না। এর আগে আমিসহ আরও কয়েকজন শিল্পীর মৃত্যুর গুজব পর্যন্ত রটিয়ে ছেড়েছে তারা। এসব করে তারা হয়তো তাদের পোর্টালে ভিউ বাড়িয়ে লাভবান হতে পারে, কিন্তু এতে যে একটি পরিবার, তার আত্মীয়স্বজন এবং ভক্তরা কতটা উদ্বেগজনক ও বিব্রতকর অবস্থায় পড়তে পারে যারা এসব করে তারা কি তা একবারও ভেবে দেখে না। শাবানা বলেন, আমার স্বামীর অসুস্থতার খবর শোনার পর দেশ থেকে যে পরিমাণে মানুষ ফোন দিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন তাতে আমরা অভিভূত। আমরা ভাবতে পারিনি দীর্ঘ সময় প্রবাস জীবনযাপন করা সত্ত্বেও দেশের মানুষ এখনো আমাদের এত ভালোবাসে। আমরা আমাদের দেশের মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। তাদের এ ভালোবাসার ঋণ হয়তো কখনো শোধ করতে পারব না। শাবানা বলেন, শিগগিরই দেশে আসতে চাই, কারণ প্রায় পাঁচ বছর আগে শেষ দেশে গিয়েছিলাম। তবে কখন আসতে পারব তা এখনো ঠিক করতে পারছি না। আমার স্বামী পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তো আসতে পারব না। এদিকে গত ৫ সেপ্টেম্বর শাবানার স্বামী ওয়াহিদ সাদিক হঠাৎ বুকের ব্যথা নিয়ে যখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করান এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তার হৃদযন্ত্রে দুটি ব্লক রয়েছে এবং সঙ্গে সঙ্গে স্ট্যান্ট বসানো হয়। এরপর অনেকটা সুস্থ হয়ে তিনি বাসায় ফিরে আসেন ও বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। শাবানা বলেন, আমার স্বামী যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি আমার হাতটা শক্ত করে ধরে রাখেন। ও যে আমাকে কী পরিমাণ ভালোবাসে তার প্রমাণ আবারও পেলাম। শাবানা বলেন, ওকে এমন অসুস্থ অবস্থায় দেখে আমি দিশাহারা হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে সবার দোয়া কামনা করি যাতে সৃষ্টিকর্তা উনাকে দ্রুত সুস্থ করে দেন। আমি এক মুহূর্তের জন্যও ওর পাশ থেকে সরিনি। শাবানা আরও বলেন, আপনারা সবাই আমাদের জন্য আরও দোয়া করবেন যাতে আমরা সুস্থ ও নিরাপদ থাকতে পারি। আমরাও আমাদের দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য সব সময় দোয়া করি। উল্লেখ্য, যশোরের কেশবপুরের ব্যবসায়ী ওয়াহিদ সাদিক ১৯৭২ সালে শাবানা অভিনীত কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’ ছবিটি মুক্তি পেলে তাতে শাবানার অভিনয় দেখে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তিনি শাবানার প্রেমে পড়ে যান এবং ছবিটি তিনি একটানা ৩০ বার দেখেন। এরপর শাবানার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। টানা প্রায় দুই বছর প্রেম করার পর ১৯৭৪ সালে তারা পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শাবানার আসল নাম আফরোজা সুলতানা রত্না। তার জন্ম ১৫ জুন ১৯৫২ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রয়াত আজিজুর রহমান রত্নাকে চলচ্চিত্রে নিয়ে আসেন ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে। নতুন সুর চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে। ১৯৬৭ সালে প্রয়াত চিত্রপরিচালক এহতেশামের ‘চকোরী’ চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। এহতেশাম চকোরী চলচ্চিত্রে তার নাম রাখেন শাবানা। তিনি প্রায় ৩৬ বছরে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করেন। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ চলচ্চিত্র জীবনে দক্ষ অভিনয়ের জন্য ৯ বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। সাবেক শিক্ষামন্ত্রী এ এইচ কে সাদিক তার ভাসুর। ওয়াহিদ সাদিক একজন সরকারি কর্মকর্তাও ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন্সের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং ২০০০ সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। শাবানা-সাদিক দম্পতির দুই মেয়ে- সুমি ও ঊর্মি এবং এক ছেলে- নাহিন। তারা সবাই উচ্চশিক্ষিত।
শিরোনাম
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
আপডেট:
০২:১৪, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
/
শোবিজ
ওয়াহিদ সাদিক এখন সুস্থ
শাবানা বললেন শিগগিরই দেশে আসব
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর