বাগেরহাটের মোংলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ শাপলা কলি প্রতীকের গণসংযোগ করেছেন।
শনিবার সন্ধ্যায় তিনি পৌর শহরের শাহাদাতের মোড় থেকে এ প্রচারণা শুরু করেন। এ সময় তিনি শহরের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন এনসিপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
মোল্লা রহমতুল্লাহ বলেন, 'মানুষ আমাদের সাদরে গ্রহণ করছে। আমরা রাজনৈতিক দল গঠন করেছি, জনগণের প্রত্যাশা পূরণে। যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের জায়গা এখন দিল্লিতে, এ দেশের মাটিতে হয়নি।'
তিনি আরও বলেন, কেউ পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তার জায়গা দিল্লিতেও হবে না। ফ্যাসিবাদের রাজনীতি কেউ ফিরিয়ে আনার চেষ্টা করলে প্রতিহত করা হবে।
বিডি-প্রতিদিন/এমই