বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা পেলেও দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। ষড়যন্ত্রকারীদের হাত থেকে দেশ মুক্ত হলেও এখনো তাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়।
শুক্রবার বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে বেনাপোল পৌর বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপির পতাকাতলে এখন ঐক্যবদ্ধ। ষড়যন্ত্রকারীরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করলে তারেক রহমানের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে বৈঠকে তৃপ্তি বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করছে, এটি ধর্মের নামে অপব্যবসা।
তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, ১৭ বছরের দমন-পীড়ন ও ইতিহাস বিকৃতির কারণে অনেকেই বিএনপির অবদান ভুলে গেছে। শহিদ জিয়া সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছিলেন। বিএনপিকে ক্ষমতায় নিয়ে শহিদ জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমানের মাধ্যমে বাস্তবায়নে সহযোগিতা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দীন আহমদসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই