ব্যবসাবাণিজ্য যদি স্বাভাবিক গতিতে পরিচালিত হতে না পারে, শিল্পে উৎপাদন নিরবচ্ছিন্নভাবে গতিশীল না থাকে- জাতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়তে বাধ্য। অনাকাক্সিক্ষত এবং অনভিপ্রেত হলেও দেশের বর্তমান পরিপ্রেক্ষিত এমনটাই। এই উদ্বেগজনক চিত্রই উঠে এসেছে বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক সংলাপ অনুষ্ঠানে। সেখানে সংশ্লিষ্ট ক্ষেত্রের বাস্তবতা মোকাবিলা করা বিশেষজ্ঞরা মন্তব্য করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি নীতি ও টানা সুদহার বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। তাঁদের মতে, বর্তমান সুদহার ব্যবসা পরিচালনাকে প্রায় অসম্ভব করে তুলেছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও ভারতের তুলনায় বাংলাদেশের পুঁজি ব্যয় এত বেশি যে উৎপাদন ও রপ্তানিতে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে। সংলাপে করনীতি নিয়েও কথা বলেন ব্যবসায়ী নেতারা। বলেন, ‘অগ্রিম কর ও উৎসে কর হচ্ছে করসন্ত্রাস।’ এনবিআরের কিছু সংস্কার ইতিবাচক হলেও অগ্রিম কর ও উৎসে করের বড় বাধা থেকে মুক্তি চান তাঁরা। অর্থ পাচার প্রসঙ্গে আমলাদের প্রতি অভিযোগের তির ছুড়ে উদ্যোক্তারা বলেন, দেশে শুধু ব্যবসায়ীরাই বিত্তবান হয়েছেন, এমন নয়। যে টাকা পাচার হয়েছে, তার সবচেয়ে বড় অংশটাই আমলাদের। অথচ গণহারে ব্যবসায়ীদেরই দায়ী এবং আমলাদের দুধে ধোয়া তুলসীপাতা মনে করা হয়। এটা মোটেও ঠিক নয়। প্রকৃতই বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পর্যবেক্ষণ, মূল্যায়ন ও সমাধানের পথনির্দেশনার সঙ্গে দ্বিমত পোষণের সুযোগ নেই। বরং তাঁদের সুপারিশগুলো বিবেচনা ও বাস্তবায়নে উদ্যোগী হওয়া প্রয়োজন। যার মধ্যে আছে দুর্নীতি ও জ্বালানি চুরিতে জড়িতদের আইনের আওতায় আনা, রপ্তানিতে ইডিএফ তহবিল চালু করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পরিবহনসংকট নিরসন এবং এলডিসি উত্তরণ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান ঘোষণা। সংলাপে উপস্থিত বাণিজ্য উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান প্রমুখ যাঁর যাঁর অবস্থান থেকে বাস্তব পরিস্থিতি তুলে ধরে ব্যবসায়ীদের মতামত-সুপারিশ বিশেষ বিবেচনায় নেন। সমাধানে সত্বর প্রচেষ্টা গ্রহণের আশ্বাস দেন। এই প্রক্রিয়া ইতিবাচক। নীতিনির্ধারক এবং বাস্তব ক্ষেত্রে সরজমিন কাজ করা মানুষদের আলোচনা, পারস্পরিক বোঝাপাড়ার মধ্য দিয়ে দেশে সত্যিকার ব্যবসাবান্ধব পরিবেশ ও দেশিবিদেশি বিনিয়োগ উপযোগী ক্ষেত্র প্রস্তুত হোক- প্রত্যাশা সবার।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু