দীর্ঘদিন ধরেই দেশের ব্যবসায়ী সমাজ নানা সমস্যার মধ্যে রয়েছে। ২০২২ সালের পর থেকেই জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় পর্যায়ক্রমে প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এগুলোর উদ্যোক্তা ও কর্মীরা কষ্টসাধ্য জীবনের গ্লানি বহন করছেন। খেলাপি ঋণের পরিমাণ ১৭ শতাংশ থাকার সময় আইএমএফ বাংলাদেশকে ‘মধ্যম মানের ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করেছিল। বর্তমানে তা ৩৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাজধানীতে এক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এসব তথ্য-উপাত্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ী সমাজের নেতারা। দেশের অর্থনীতি ভয়াবহ চাপে রয়েছে এবং সরকারের নীতি-অবস্থান ব্যবসাবান্ধব নয় বলে অভিযোগ তাদের। ব্যবসায়ীরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সংকটের কথা চিৎকার করে জানালেও সরকার যেন তা শুনছে না অথবা আমলে নিচ্ছে না। এটা দেশের শিল্পবাণিজ্য ও অর্থনীতির জন্য শুভ বা সুখকর নয়। ছোটবড় শিল্পবাণিজ্য প্রতিষ্ঠানগুলো গতিশীলভাবে উৎপাদনশীল না থাকলে শুধু জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিই বিঘ্নিত হবে না, কর্মসংস্থানও সংকুচিত হবে। অসংখ্য শ্রমশক্তি কর্মচ্যুত হয়ে এবং কর্মক্ষেত্র খুঁজে না পেয়ে, বেকারত্বের দুর্ভার দুর্ভোগে পড়বে। তাঁদের পরিবার-পরিজন মানবেতর জীবনযাপনে বাধ্য হবে। সমাজে এর বিরাট প্রভাব পড়ার আশঙ্কা। ব্যাপক সংখ্যক মানুষের ক্ষুধা, অনিশ্চয়তা সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে। এই বিষয়গুলোতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নেই। সার্বিক বিষয় বাস্তবতার প্রেক্ষাপটে, উচ্চ খেলাপি ঋণ হ্রাসে লাগসই কঠোর ব্যবস্থা নিয়ে দেশের জন্য মধ্যমেয়াদি বড় ঝুঁকি ঠেকানো সরকারের জরুরি কর্তব্য। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়াতে আরও উদার নীতি গ্রহণ প্রয়োজন। না হলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সব সম্ভাবনা সংকুচিত হওয়ার সমূহ আশঙ্কা। জুলাই বিপ্লবের পর দেশের সব মানুষের মতো ব্যবসায়ী সমাজও অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। সে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে চায় তারা। সেজন্যই উদগ্রীব হয়ে ব্যবসায়ীদের আর্তচিৎকার শুনতে হবে সরকারকে। তাদের সংকট দূর করার ব্যবস্থা নিতে হবে। শিল্পবাণিজ্য-অর্থনীতির প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এটা খুব জরুরি।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু