অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে দেশের ১৮ কোটি মানুষের সমর্থনে। জুলাই গণ অভ্যুত্থানে দলমত নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তার ফসল হিসেবে। কিন্তু শুরু থেকেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে নানা কারণে। সরকারের উপদেষ্টাদের কারও কারও নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ। প্রশাসনে দলীয় আনুগত্যের অধিকারী লোকজনের অবস্থানও রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা তৈরি করছে। এ প্রেক্ষাপটে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিতর্কিত কোনো কর্মকর্তা- বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনি দায়িত্বে ছিলেন এমন ব্যক্তিদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছে। নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার জন্যও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তাঁরা। বিএনপি নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ত এবং ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ সফলভাবে বাস্তবায়ন করায় সরকারকে অভিনন্দন জানান। পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থাপনায় সংঘটিত অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে তা অন্তর্ঘাতমূলক কি না, সে বিষয়ে অনুসন্ধানের পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে নিয়োগে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেওয়া হবে। বিএনপির পক্ষ থেকে সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। নির্বাচন সামনে রেখে প্রশাসনিক রদবদল ও নিয়োগ নিয়ে প্রধান দুটি দল বিএনপি ও জামায়াতে ইসলামীর পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে মঙ্গলবার সরকারপ্রধানের সঙ্গে বিএনপির বৈঠকের আয়োজন করা হয়। আশা করা হচ্ছে, অন্যান্য দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নিরপেক্ষ প্রশাসনের বিষয়টি প্রাধান্য পাবে। সব পক্ষের সতর্কতায় নির্বাচনকালীন প্রশাসনে যোগ্য ও নিরপেক্ষদের স্থান দেওয়া হবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু