করোনা ভাইরাস বা কভিডের সময় থেকে দেশের ব্যবসাবাণিজ্য কঠিন সংকটের মোকাবিলা করে চলেছে। কভিডকালীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া হয় রপ্তানি খাতের ব্যবসায়ীদের প্রণোদনার সিদ্ধান্ত। ব্যাংকঋণের সুদহারও কমিয়ে আনা হয়। পরিণতিতে কভিডকালীন চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার সাফল্য দেখিয়েছে। লাখ লাখ মানুষের কর্মহীন হওয়ার যে আশঙ্কা সৃষ্টি হয়েছিল মহামারির সময়ে তা এড়ানো সম্ভব হয়। কিন্তু পরবর্তী সময়ে আইএমএফসহ ঋণদাতা সংস্থাগুলোর প্রেসক্রিপশনে ব্যাংকঋণের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যা ব্যবসাবাণিজ্যের জন্য অশনিসংকেত হয়ে দেখা দেয়। ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব ফেলে তার চাপও পড়ে বাংলাদেশে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের ব্যবসা ও শিল্প খাতে নেমে আসে অনিশ্চয়তা। উচ্চ সুদের ঋণ, তারল্যসংকট ও উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধিতে হাঁপিয়ে ওঠেন উদ্যোক্তারা। তাঁদের অনেকে পুরোনো ঋণের কিস্তি সামলাতেই হিমশিম খাচ্ছেন, পরিণতিতে বিনিয়োগের ঝুঁকি নিতে পারছেন না। সরকার বদলের পর আর্থিক অস্থিরতায় দেশের প্রায় এক-চতুর্থাংশ ব্যাংকঋণ বিতরণ কার্যত বন্ধ রেখেছে। কয়েক বছর আগেও ৯ শতাংশ সুদে যে উদ্যোক্তারা শিল্প স্থাপন করেছিলেন, এখন তাঁদের সেই ঋণের সুদ গুনতে হচ্ছে ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত। এতে ব্যবসার ব্যয় বেড়ে গেছে। ব্যাংকগুলো ঝুঁকি এড়াতে ঋণ বিতরণে কড়াকড়ি করায় উদ্যোক্তারা পড়ছেন অর্থসংকটে। ফলে উৎপাদন খাতের প্রবৃদ্ধি থমকে গেছে। বিশেষজ্ঞদের অভিমত, বাংলাদেশের অর্থনীতি এখন খুঁড়িয়ে চলছে। সবখানেই হতাশার ছাপ। বেসরকারি খাতে ঋণ যাচ্ছে না, বড় শিল্পগোষ্ঠীগুলো বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। বিদ্যমান অনিশ্চয়তায় বিনিয়োগ আশা করা যায় না। আগামী নির্বাচন পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি বাড়ার কোনো সম্ভাবনা নেই। দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান ব্যবসাবাণিজ্য সম্প্রসারণের ওপর নির্ভরশীল। সে ক্ষেত্রে স্থবিরতার কারণে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ছে। হ্রাস পেয়েছে জিডিপির প্রবৃদ্ধি। এ অবস্থা মোকাবিলায় ব্যাংকঋণের হার হ্রাসসহ ব্যবসা ক্ষেত্রের সমাধানে সরকারকে যত্নবান হতে হবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু