ইসরায়েলি বর্বরতা দেখে আসছে বিশ্ব। দানবের কাছে মানবতার প্রত্যাশা দুরাশা। দেশটি তারই নির্লজ্জ প্রমাণ দিল ফের। আটকে দিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ত্রাণবাহী যে নৌবহর ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করেছিল। এগুলোতে গাজাবাসীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য, চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। ৪২টি নৌযানের সবগুলো আটক করেছে ইসরায়েল। বুধবার রাতে এ হামলা চালায় তারা। বহরের নৌযানে থাকা মানবাধিকারকর্মীদেরও আটক করেছে। তাঁদের সংখ্যা প্রায় ৫০০। যাঁদের মধ্যে আছেন নন্দিত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। আছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের বিশিষ্ট অধিকারকর্মীরা। ইসরায়েলের এই পদক্ষেপকে বলা হচ্ছে আন্তর্জাতিক জলদস্যুতা; আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন। বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপকভাবে নিন্দা প্রকাশ ও বিক্ষোভ দেখিয়েছে। এবং তা অব্যাহত রয়েছে। কলম্বিয়া তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার করেছে। গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার মধ্যে ত্রাণবাহী মানবতার এ নৌবহরে আক্রমণের ঘটনাও ঘটল। গাজায় ইতোমধ্যে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। ইসরায়েলি অবরোধে সেখানে তীব্র খাদ্যসংকটে নিদারুণ কষ্ট পাচ্ছে মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র এক-চতুর্থাংশ খাদ্য পাচ্ছে। এমন এক চরম সংকটময় পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে ভূমধ্যসাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গতকাল পর্যন্ত বহরের একমাত্র নৌযান পোল্যান্ডের পতাকাবাহী ‘দ্য ম্যারিনেট’ গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত সেটিও আটক করে নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। প্রতীকী হলেও মানবতার পতাকা বহনের মহান লক্ষ্যে বৈশ্বিক এ প্রচেষ্টা বিশ্ববাসীর নজর কাড়ে। ফ্লোটিলার নৌযানগুলোয় অর্ধশত দেশের প্রায় ৫০০ যাত্রীর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। আটক করার আগে থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের মানবিক যাত্রাটি ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী। সরকারকে অবিলম্বে আমাদের মুক্তির দাবি জানাতে বলুন।’ এই আহ্বান বিশ্ব মানবতার। পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষই এই আহ্বানে সহমত পোষণ করবে। জাগ্রত হোক বিশ্ববিবেক। সুমুদ শব্দের অর্থ ‘অবিচল সহনশীলতা’। কিন্তু সহ্যেরও সীমা থাকে। হঠকারী ইসরায়েলের সেটা মনে রাখা উচিত।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু