শুক্রবার জাতিসংঘে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাঁর সরকারের লক্ষ্য- ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা। যেখানে স্বৈরাচার সৃষ্টির সুযোগ থাকবে না। পরদিন স্বৈরাচার বিষয়ে আরও নিগূঢ় পর্যবেক্ষণজারিত আশঙ্কা প্রকাশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লায় দলের এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তার হাত থেকে রক্ষা পেতে অটুট ঐক্য চাই। স্বৈরাচার প্রতিহত করে দেশ গঠনে এর কোনো বিকল্প নেই। ড. ইউনূস সেদিন জাতিসংঘে আরও বলেছিলেন, দেশকে এমনভাবে বিনির্মাণ করতে হবে, যাতে ভবিষ্যতে নির্বাচিত কোনো নেতাও যেন রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপ ক্ষুণ্ন করতে না পারেন। দূরদর্শী মূল্যায়নে, এমন তাৎপর্যপূর্ণ বাক্যগুচ্ছই উচ্চারিত হলো তারেক রহমানের কণ্ঠেও। বললেন সেই চিরকালীন সত্য, ‘জনগণই সব ক্ষমতার উৎস। জনপ্রত্যাশা পূরণই হওয়া চাই মূল লক্ষ্য। সবার আগে, সবচেয়ে ওপরে দেশ। আর তার স্বাধীনতা, সার্বভৌমত্ব্, মানবিক মর্যাদা।’ নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন, জনগণের সঙ্গে থাকতে। গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ সৃজনের সুযোগ সৃষ্টি হয়েছে। তাঁর ভাষায় ১৬ বছর ঘরে ডাকাত পড়েছিল, সে পালিয়েছে। এখন দেশটাকে আমাদেরই গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে বিএনপি নেতা তাঁর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকার পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরেন। যার ভিতর দিয়ে তাঁর প্রজ্ঞা ও পরিণত নেতৃত্বের বৈশিষ্ট্য প্রকাশ পায়। বস্তুত জাতি আর কোনো স্বৈরাচার মানবে না। বর্তমান জেন জি-ই আগামী প্রজন্ম। তারা সাদাচোখেই ভালোমন্দের ফারাক ধরতে পারে। স্বার্থে আঘাত লাগলে পথে নেমে এসে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে দ্বিধা করে না। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে এরা প্রায় একই অপ্রতিরোধ্য শক্তি প্রদর্শন করেছে। তাদের আত্মত্যাগ যাতে ব্যর্থ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে দলমতনির্বিশেষে সবাইকে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু