ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনও চমক সৃষ্টি করেছে। দেশের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল জয়ী হয়েছে বিপুলভাবে। ডাকসুতে প্রধান তিনটি পদ সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদকসহ ২৮টি পদের ২৩টিতেই ছাত্রশিবির জিতেছে কালবৈশাখের মতো মাতম তুলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সহসভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রদল। তাদের চেয়ে প্রায় তিন গুণ ভোট পেয়েছেন ছাত্রশিবিরের প্রার্থী। জাকসুতে সহসভাপতি পদে জিতেছেন সাবেক ছাত্রলীগ নেতা জিতু। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনের কাতারে দাঁড়িয়ে। এজন্য নির্যাতিতও হয়েছেন। জাকসুতে ২৫টি পদের মধ্যে শিবির-সমর্থিত প্যানেল এককভাবে জিতেছে ২০টি পদে। দেশের দুই মর্যাদাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের জয়লাভ দেশের ছাত্ররাজনীতি শুধু নয়, জাতীয় রাজনীতির জন্যও শিক্ষণীয় হয়ে উঠেছে। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। জাতীয় নির্বাচনে মিনি পার্লামেন্টের ফলাফল খুব একটা প্রভাব রাখবে, তা জোর গলায় বলার অবকাশ নেই। কারণ স্বাধীনতার পর ছাত্র ইউনিয়ন ডাকসুতে বিপুলভাবে জয় পায় ১৯৭২ সালে। পরবর্তী জাতীয় নির্বাচনে তাদের মূল দল ন্যাপ ও কমিউনিস্ট পার্টিকে একটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১৯৭৩ সালে ডাকসু নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করা হয় জাসদ ছাত্রলীগের জয় প্রতিরোধের জন্য। পরের দুই বছরও ডাকসু নির্বাচন হয়নি সম্ভবত একই উদ্দেশ্য সামনে রেখে। ১৯৭৯ সালের ডাকসু নির্বাচনে জাসদ ছাত্রলীগের মান্না-আখতার প্যানেলের ছিল জয়জয়কার। ১৯৮০-তে জাসদ ভেঙে সৃষ্টি হওয়া বাসদের ছাত্রসংগঠন ছাত্রলীগের মান্না-আখতার প্যানেল জয়ী হয় দাপট দেখিয়ে। ১৯৮২ সালেও ভিপি-জিএসহ বেশির ভাগ পদে জয় পায় বাসদ ছাত্রলীগ। বাসদের ওই অংশটি পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। সাত বছর পর ১৯৮৯ সালের ডাকসু নির্বাচনে জয়ী হয় ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল। ১৯৯০-এর নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল জয়ী হয় ডাকসুতে। তার প্রভাব পড়ে নব্বইয়ের রাজনীতিতে। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্রবান্ধব নীতির জয় হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জিততে হলে কারা বড় দল কারা ছোট দল সে বিবেচনা না করে সব দলকে ভোটারদের আস্থা অর্জনে কঠিন মেহনত করতে হবে।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু