দেশের উত্তরবঙ্গে পার্সেল সেবা আরও দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে নতুন হাব উদ্বোধন করেছে ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড’।
শনিবার এ বাড়ইপাড়া, চন্দ্রা হাব-এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য মিসেস দিলরুবা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এস এ বরকত বাবু, পরিচালক আবুল হাশেম, পরিচালক আবিদুর রহমান, পরিচালক ফজলে হক, পরিচালক সালেহ্ দ্বীন নেওয়াজ জয়-সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই হাবের মাধ্যমে উত্তরবঙ্গে আরও দ্রুত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/এমই