ছাত্রত্ব বাতিলের প্রায় একযুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রফিকুল ইসলাম সিজিপিএ-৪ এর মধ্যে ৪.০০ ই পেয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
প্রাকাশিত ফলাফল অনুসারে, ২০১২ সালে এমএসসি (থিসিস) পরীক্ষার সাপ্লিমেন্টারী ফলাফলে রফিকুল ইসলাম সিজিপিএ ৪.০০ পেয়েছেন। তার অর্জিত ক্রেডিট ৪০।
জানা গেছে, রফিকুল (২০০৭-২০০৮) সেশনে ফলিত গণিত বিভাগে ভর্তি হন। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বিভাগে প্রথম স্থান অধিকার করেন। তার অনার্সের সিজিপিএ ছিল ৩.৮০। তিনি ডিন অ্যাওয়ার্ডও পেয়েছেন। তবে মাস্টার্সে থিসিস জালিয়াতির অভিযোগে তার ছাত্রত্ব বাতিল হয়।
রফিকুলের দাবি, রাজনৈতিক চক্রান্তে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ষড়যন্ত্র করে আমার ছাত্রত্ব বাতিল করা হয়। কিন্তু সত্য তো প্রকাশ পাবেই। আজ আল্লাহ সেই সত্য উন্মোচিত করেছেন।
সম্ভাবনাময় এক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করার পেছনে যেসব শিক্ষক ও শিক্ষার্থী জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নেবে-প্রশ্ন তোলেন তিনি।
অভিযোগ আছে, প্রথম বর্ষেই পর দেশে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে। তারপর থেকে শুরু হয় বিরোধীদের দমন-পীড়ন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে তাকে শিবির ট্যাগ দিয়ে গ্রেফতার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। তবে জেল থেকে পরীক্ষা দিয়ে আবারও প্রথম হন তিনি। ২০১৪ সালে বিভাগে ২ জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে রফিকুল এপিয়ার্ড সনদ দিয়ে আবেদন করেন।
বিডি প্রতিদিন/আরাফাত