সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙার পর প্রথমবার জনসমক্ষে এলেন ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। তবে ব্যক্তিগত জীবনের কোনও বিষয়ে মুখ খোলেননি তিনি। বরং জানিয়ে দিলেন-তার জীবনের একমাত্র এবং সবচেয়ে বড় ভালোবাসা ক্রিকেটই।
সম্প্রতি ‘অ্যামাজন সম্ভব সামিট’-এ যোগ দিয়ে মন্ধানা বলেন, ‘ক্রিকেটের চেয়ে বেশি আমি আর কিছু ভালবাসি না। ভারতের জার্সি পরে মাঠে নামা আমার কাছে সবচেয়ে গর্বের। ক্রিকেট আমাকে সবসময় ব্যক্তিগত সমস্যার বাইরে নিয়ে যায়, মনোযোগী হতে সাহায্য করে।’
৭ ডিসেম্বর সকালে বিয়ে বাতিলের ঘোষণা দেওয়ার পরের দিনই নেটে অনুশীলনে দেখা গিয়েছিল মন্ধানাকে। অনেকেই ভেবেছিলেন ব্যক্তিগত ঝড়ের পরে তার মন খারাপ থাকবে। কিন্তু মন্ধানা জানালেন, ক্রিকেটই তাকে এগিয়ে যেতে শেখায়।
তিনি বলেন, ‘ছোট থেকেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতাম। অনেক বাধা এসেছে, হতাশাও ছিল। কিন্তু বিশ্বাস রেখেছি, শেষ পর্যন্ত জিতেছি।’
গত ২৩ নভেম্বর পলাশের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। এর আগে, হলুদ ও সঙ্গীত অনুষ্ঠানও হয়ে যায় জাঁকজমকভাবে। কিন্তু বিয়ের দিনই বাবার অসুস্থতায় অনুষ্ঠান স্থগিত হয়। পরে পলাশের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে-যা নতুন বিতর্ক তৈরি করে। যদিও এসব বিষয়ে কোন মন্তব্য করেননি মন্ধানা।
বিয়ে ভাঙার ঘোষণা দিয়ে মন্ধানা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। কিন্তু আমি খুবই ব্যক্তিগত মানুষ। তাই স্পষ্ট করে জানাচ্ছি বিয়ে বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর কোনও আলোচনা চাই না।”