অবসরের পরেও লিওনেল মেসিকে ইন্টার মিয়ামিতেই চান দলটির কর্ণধার ডেভিড ব্যাকহাম। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক জানান, তার চাওয়া—মেসি যেন ক্যারিয়ার শেষে ইন্টার মিয়ামির সঙ্গেই থাকেন। এতে তিনি ভীষণ খুশি হবেন।
বুধবার এক সাক্ষাৎকারে ব্যাকহাম আরও জানান, মেসির মতো বার্সেলোনাকে কেউ এত ভালোবাসে না। কাতালান ক্লাবের প্রতি আর্জেন্টাইন জাদুকরের ভালোবাসা সবার ঊর্ধ্বে। তিনি এখনো বার্সাকে ভালোবাসেন।
ব্যাকহাম বলেন, “আমি চাই অবসরের পরও মেসি মিয়ামিতেই থাকুক। তবে সে আমাকে জানিয়েছে, ক্যাম্প ন্যুর কাছাকাছি কোথাও স্থায়ীভাবে থাকতে চায়। বার্সেলোনাকে এত ভালোবাসতে মেসির মতো আর কোনো ফুটবলারকে দেখিনি। মেসির পায়ে বার্সার লোগো রয়েছে। পানির বোতলেও বার্সার লোগো থাকে।”
এ সময় এমএলএস জয় নিয়ে ব্যাকহাম বলেন, “বহু নিদ্রাহীন রাত কাটিয়েছি; কিন্তু মিয়ামির ওপর সব সময় আমার বিশ্বাস ছিল। জানতাম, আমাদের দল একদিন ঠিক এই জায়গায় পৌঁছাবে। আমার সহযোগীরা দুর্দান্ত। জানতাম, সবকিছুই সম্ভব। আমাদের জার্সির পেছনেই লেখা রয়েছে— ‘স্বপ্ন দেখার স্বাধীনতা’।”
দলকে প্রথমবার এমএলএস কাপ জিতিয়ে উচ্ছ্বসিত মেসিও। তিনি বলেন, “মৌসুমটা দুর্দান্ত কাটল। শেষ চারটি ম্যাচে আমরা যেভাবে প্রেসিং ফুটবল খেলেছি, সেটা।”
বিডি প্রতিদিন/নাজিম