দক্ষিণ আফ্রিকার সঙ্গে শুরু হওয়া পাঁচ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে ভারত।
দলে অন্য ব্যাটাররা ভালো না করলেও একাই হাল ধরেন পান্ডিয়া। ইনিংসে ২৫ বলে হাফ–সেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় সহ-অধিনায়ক। আনরিখ নর্টজের বলে দুর্দান্ত শটে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার বিধ্বংসী ব্যাটিং ভারতকে লড়াইয়ের মতো স্কোর এনে দেয়।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ভারত। ইনিংসের তৃতীয় বলেই লুঙ্গি এনগিডির শিকার হন শুভমন গিল।
দ্বিতীয় ওভারেই এনগিডি ফিরিয়ে দেন সূর্যকুমার যাদবকে। ভারত তখন গভীর চাপে তখন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে ইনিংস গড়ে তোলার চেষ্টা করলেও দুবে ডোনাভান ফেরেইরার বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড হন। নিয়মিত বিরতিতে উইকেট পতনের পরও হার্দিক একাই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। তার ব্যাটে আসে চার-ছক্কার ঝড়, যা ভারতকে ১৭৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেয়।
বিডি-প্রতিদিন/আশফাক