টানা দুবার আইপিএলের দলে থেকেও টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ান হ্যারি ব্রুক। এ জন্য এবার শাস্তিরমুখে ইংলিশ ব্যাটার।
নতুন আইপিএল নিয়মে, ২০২৮ মৌসুমের আগে আর কোনো আইপিএলে খেলতে পারবেন না তিনি। নতুন নিয়মে প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার শিকার ব্রুক।
২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৪ কোটি রুপিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।
এক বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। ২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপিতে তাকে কিনে দিল্লি। আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
খেলোয়াড়দের এমন ধারাবাহিক প্রত্যাহারের অভিযোগ বাড়তে থাকায় নতুন নিয়ম করেছে বিসিসিআই।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করে দল পেলে এবং মৌসুম শুরুর আগে নিজেকে অ্যাভেইলবল না মনে করলে- পরবর্তী দুই মৌসুম তার ওপর আইপিএল ও নিলাম উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার অংশগ্রহণের যোগ্য হবেন এই ইংলিশ ব্যাটার।
আজ ২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। শুরুতে বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন।
১৬ ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় হবে ১৯তম সংস্করণেন নিলাম। এবারের নিলাম থেকে ৭৭ ক্রিকেটার দল পেতে পারেন। এর মধ্যে সুযোগ মিলতে পারে ৩১ বিদেশি ক্রিকেটারের। সর্বোচ্চ ৬৪ কোটি ৩০ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের। তাদের স্কোয়াডে এখনো ১৩ জনের জায়গা খালি।
বিডি-প্রতিদিন/আশফাক