যে শঙ্কা জেগেছিল, সেটাই সত্যি হলো। লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার আদের মিলিতাও। তার চোট ব্রাজিলের জন্যও বড় দুর্ভাবনার।
সব ঠিক থাকলে এপ্রিল নাগাদ ফিরতে পারেন মিলিতাও। তত দিনে ঘরোয়া মৌসুম থাকবে শেষ পর্যায়ে। বিশ্বকাপ চলে আসবে দুই মাসের দূরত্বে। শতভাগ ফিট না থাকলে কাউকেই দলে না নেওয়ার কথা জানিয়ে রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেরে উঠার পাশাপাশি মাঠে ফিরে ছন্দ ও ফিটনেস প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ থাকবে মিলিতাওয়ের কাঁধে।
এর চেয়েও বড় চ্যালেঞ্জ সামলাতে হবে তার ক্লাব রিয়ালকে। চলতি মৌসুমে ষষ্ঠ ডিফেন্ডার হিসেবে চোট পেলেন মিলিতাও। রক্ষণ সাজানোর মতো খেলোয়াড়ও থাকছে না ভীষণ চাপে থাকা শাবি আলোন্সোর জন্য।
আগে থেকেই মাঠের বাইরে আছেন দানি কার্ভাহাল, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তাদের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে কাকে খেলাবেন সেটা ঠিক করতে হিমশিম খাচ্ছেন আলোন্সো। মিলিতাও না থাকায় এবার প্রায় ৩০ ম্যাচে আরেকজন সেন্টার ব্যাকের প্রয়োজন হবে রিয়াল কোচের।
এর আগে, দুইটি এসিএল চোটের ধাক্কায় দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মিলিতাও। চলতি মৌসুমে তৃতীয়বার চোট পেলেন তিনি। আগের দুইবার তেমন ভুগতে হয়নি তাকে। এবারের চোট বেশ গুরুতর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ