প্রায় ৯ মাসের শারীরিক অসুস্থতার কারণে স্বীকৃত ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল। সামনের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলবেন না দেশের এই তারকা ওপেনার। আর এ সুযোগকে কাজে লাগাতে চাইছেন মুশফিকুর রহিম।
সিলেটে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম মৌসুম। রাজশাহী ওয়্যারিয়র্সের হয়ে খেলবেন মুশফিক। যদিও প্রথমে নিলামে দল পাননি, দ্বিতীয় ধাপে অভিজ্ঞ ব্যাটারকে কিনে নিয়েছে রাজশাহী।
মুশফিক এবারের বিপিএলে সব ম্যাচ খেললে দেশের সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবালকে টপকাতে সক্ষম হতে পারেন।
বিপিএলের প্রথম ১১ আসরে তামিম ১১৮ ম্যাচে খেলেছেন, করেছেন ৩২ ফিফটি ও ২ সেঞ্চুরি, মোট রান ৩,৮৩৫।
অন্যদিকে মুশফিকের ১৪০ ম্যাচে ২১ ফিফটি ও মোট রান ৩,৪৪৬। তাই আগামী আসরে মাত্র ৩৮৯ রান করলেই মুশফিক তামিমকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।
তামিম ও মুশফিক ছাড়া বিপিএলে ৩,০০০ রান করার রেকর্ড আর কোনো ব্যাটারের নেই। তাই এই রেকর্ড ভাঙা কেবল মুশফিকের জন্যই সম্ভব।
মুশফিকের গত আসরের বিপিএল তেমন ভালো যায়নি, ১৪ ইনিংসে করেছেন মাত্র ১৮৪ রান। তবে এর দুই আগের আসরে যথাক্রমে করেছিলেন ৩৫৭ ও ৩৮০ রান। বিশেষ করে ২০১৯-২০ মৌসুমে একটি আসরে ১৪৭ স্ট্রাইক রেটে নিজের সর্বোচ্চ ৪৯১ রান করেছিলেন।
এবারও যদি মুশফিক সেই রূপ দেখাতে পারেন, তাহলে তিনি ইতিহাসে তামিমকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষে উঠে যাবেন।
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকরা
১. তামিম ইকবাল – ৩,৮৩৫
২. মুশফিকুর রহিম – ৩,৪৪৬
৩. এনামুল হক বিজয় – ২,৭৭৬
৪. মাহমুদউল্লাহ রিয়াদ – ২,৭২৬
৫. লিটন দাস – ২,৪৪৩
বিডি প্রতিদিন/মুসা