শুবমান গিলকে নিয়ে জমা শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিয়েছেন গৌতম গম্ভির। ভারতের প্রধান কোচ নিশ্চিত করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই খেলতে প্রস্তুত এই টপ অর্ডার ব্যাটসম্যান।
প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ জনের দল দিয়েছে ভারত। ঘাড়ের চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও স্কোয়াডে রাখা হয় গিলকে। তবে সিরিজের শুরু থেকে তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই গিলকে নিয়ে সুসংবাদ দিলেন গম্ভির। তিনি জানান, “হ্যাঁ, গিল মাঠে ফেরার জন্য প্রস্তুত। এই কারণেই তাকে দলে নেওয়া হয়েছে। আর অবশ্যই সে সুস্থ আছে, খেলায় ফিরতে উন্মুখ হয়ে আছে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান গিল। তাতে মাত্র তিনটি বল খেলেই মাঠ ছাড়তে বাধ্য হন ভারত অধিনায়ক, পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ম্যাচে আর ব্যাটিং করতে পারেননি তিনি।
গুয়াহাটিতে পরের ম্যাচেও খেলতে পারেননি গিল। তার অনুপস্থিতিতে দুই টেস্টেই ভারতকে নেতৃত্ব দেন রিশাভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না গিল। তার অনুপস্থিতিতে এই সিরিজে অধিনায়কত্ব করেন লোকেশ রাহুল।
দল দুইটির টি-টোয়েন্টি সিরিজ শুরু মঙ্গলবার (৯ ডিসেম্বর)। পরের চার ম্যাচ যথাক্রমে বৃহস্পতিবার ও রবিবার এবং ১৭ ও ১৯ ডিসেম্বর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ