টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দু’মাস বাকি। মাঠের প্রস্তুতির পাশাপাশি দল নির্বাচন নিয়ে যখন উত্তেজনা চূড়ান্ত, ঠিক তখনই বড় বিপাকে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ঠিক আগে ভারতীয় মিডিয়া পার্টনার জিও হটস্টার (JioHotstar) চুক্তি ভাঙতে চাইছে, ফলে টুর্নামেন্টের সম্প্রচার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।
২০২৪-২০২৭ মেয়াদে আইসিসিরর সম্প্রচার অংশীদার ছিল জিও হটস্টার। কিন্তু একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে চার বছরের এই চুক্তি ভেঙে বেরিয়ে যেতে চায় তারা।
চুক্তির অংশ হিসেবে আইসিসি প্রায় ৩ বিলিয়ন ডলার দাবি করেছিল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,০৩৪ কোটি রুপি।
২০২৩-২৪ আর্থিক বছরে জিও হটস্টারের ক্ষতি ছিল প্রায় ১২,৩১৯ কোটি রুপি। পরের বছর সেটি দ্বিগুণ হয়ে দাঁড়ায় ২৫,৭৬০ কোটি রুপি।
স্পোর্টস কনটেন্ট কেনার বিপুল ব্যয়, সঙ্গে ভারতজুড়ে অনলাইন বেটিং ও রিয়াল মানি গেমিং নিষিদ্ধ হওয়ায় বিজ্ঞাপন ও আয়ের বড় অংশ হারায় সংস্থাটি।
জিও হটস্টারের সম্ভাব্য সরে দাঁড়ানোর খবর পাওয়ার পরই নতুন মিডিয়া পার্টনার খুঁজতে তৎপর আইসিসি। ২০২৬-২০২৯ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রির চেষ্টা চলছে। নেটফ্লিক্স, সোনি স্পোর্টস নেটওয়ার্ক ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে যোগাযোগও করেছে সংস্থা।
কিন্তু রিপোর্ট বলছে, মাত্র দুই বছরের চুক্তির জন্য আইসিসি প্রস্তাব করেছে ২.৪ বিলিয়ন ডলার।
বিডি প্রতিদিন/মুসা