ভারতীয় ক্রিকেটে নতুন এক নক্ষত্রের আবির্ভাব। স্বীকৃত টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন বারোদার উইকেটকিপার-ব্যাটসম্যান অমিত পাসি। সৈয়দ মুশতাক আলি ট্রফির সোমবারের ম্যাচে সার্ভিসেসের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৫৫ বলে খেললেন বিধ্বংসী ১১৪ রানের ইনিংস। তার ব্যাটে আসে ৯ ছক্কা ও ১০ চার।
টি-টোয়েন্টি অভিষেকে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন অমিত। ২০১৫ সালে পাকিস্তানের বিলাল আসিফও অভিষেক ম্যাচে খেলেছিলেন ১১৪ রানের ইনিংস।
২৬ বছর বয়সী অমিত শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। মাত্র ২৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন, ফিফটি থেকে সেঞ্চুরি তুলতে লাগে মাত্র ২০ বল। ৪৪তম বলে তিন অঙ্কের ম্যাজিক স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটার।
১৮তম ওভারে আভিশেক তিওয়ারির বলে ক্যাচ তুলে দিয়ে শেষ হয় তার দুর্দান্ত ইনিংস।
অমিতের অগ্নিঝরা ইনিংসের পাশাপাশি অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কির ১২ বলে ১৫ এবং ভানু পানিয়ার অপরাজিত ২৮ রানে ভর করে বারোদা ২০ ওভারে সংগ্রহ করে ২২০ রান।
লক্ষ্য তাড়ায় সার্ভিসেসের ওপেনাররা ফিফটি ছুঁয়ে দলকে ভালো অবস্থায় নিলেও মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে দাঁড়াতে পারে ২০৭ রানে।
বিডি প্রতিদিন/মুসা