স্মৃতি মান্ধানার বিয়ের ইচ্ছেটাই যেনো এখন দুঃস্মৃতি। ঘটা করা আয়োজনের যবনিকাপাত হলো চরম হতাশা আর ক্ষোভে। স্মৃতি হয়তো ভাবেননি, পরিস্থিতি তাকে এমন কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাবেন।
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সুরকার পলাশ মুচ্ছলের বহুল প্রতীক্ষিত বিবাহ পর্ব অবশেষে এক অপ্রত্যাশিত সমাপ্তিতে পৌঁছালো। গত ২৩ নভেম্বর তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে, পলাশ মুচ্ছল তার ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছেন যে, তারা আর গাঁটছড়া বাঁধছেন না, তাদের বিয়ে বাতিল হয়েছে।
নভেম্বরে বিয়ে পিছিয়ে যাওয়ার কারণ হিসাবে জানা গিয়েছিল, স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক সেই সময়েই পলাশ নিজেও ভাইরাল জ্বর এবং তীব্র অ্যাসিডিটির কারণে হাসপাতালে ভর্তি হন। এই জোড়া ধাক্কায় তারকা জুটির অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে বাধ্য হন তাঁরা।
এই ঘোষণার পর থেকেই অনুরাগীরা মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন। চলুন ফিরে দেখা যাক এই জুটির সম্পর্কের শুরু থেকে এই অপ্রত্যাশিত পরিণতি পর্যন্ত পথ।
২০১৯ সাল নাগাদ স্মৃতি এবং পলাশের জানাবোঝার শুরু হয় বলে খবর পাওয়া যায়। ভিন্ন পেশার হওয়া সত্ত্বেও শিল্প, সৃষ্টিশীলতা এবং কাজের প্রতি নিষ্ঠার সূত্রে তারা একে অপরের কাছাকাছি আসেন। বছরের পর বছর তারা তাদের সম্পর্ককে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন, তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় একে অপরের ঝলক দেখাতেন।
২০২৪ সালের জুলাই মাসে এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত হয়। সেই ছবিতে তাদের একসঙ্গে কেক কাটতে দেখা যায়। এরপর, ভারতীয় নারী ক্রিকেট দলের ২০২৫ বিশ্বকাপ জয়ের কয়েকদিন পরেই মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে প্রেমের প্রস্তাব দেন পলাশ। ওই সময়েই তিনি তার হাতে স্মৃতির নামের আদ্যক্ষর এবং জার্সি নম্বরের ট্যাটুটিও প্রকাশ করেন। স্মৃতি নিজেও একটি ভিডিও শেয়ার করেছিলেন, যদিও সেটি এখন তার ইনস্টাগ্রাম পেজে আর দেখা যাচ্ছে না, যেখানে তিনি সতীর্থদের সঙ্গে নেচে তার বাগদানের আংটি দেখাচ্ছিলেন।
২১ নভেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলির একটি রিসর্টে সঙ্গীত এবং হলদি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ের উৎসব শুরুও হয়ে গিয়েছিল। স্মৃতির নিজ শহরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যা তার বাবার স্বাস্থ্য সংকটের কারণে বাতিল হয়ে যায়।
উভয় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিয়ে শুধু স্থগিত হয়েছে, খুব শীঘ্রই নতুন করে তারিখ ঘোষণা করা হবে। কিন্তু স্মৃতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ের সংক্রান্ত পোস্টগুলি মুছে ফেলার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বাড়তে থাকে।
অবশেষে, পলাশ মুচ্ছল এক দীর্ঘ নোটে এই কঠিন সত্যটি নিশ্চিত করেন। তিনি লেখেন, আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে যা সবচেয়ে পবিত্র ছিল, তা নিয়ে ভিত্তিহীন গুজবে মানুষকে এত সহজে প্রতিক্রিয়া দিতে দেখা আমার পক্ষে খুবই কঠিন। তিনি এটিকে তার জীবনের সবচেয়ে কঠিন পর্ব বলে উল্লেখ করে বলেন যে, তিনি এটিকে তার বিশ্বাস ধরে রেখে সসম্মানে মোকাবিলা করবেন। একইসঙ্গে তিনি সমাজের প্রতি বার্তা দেন, যার উৎস যাচাই করা হয়নি, এমন গসিপের ভিত্তিতে বিচার করার আগে যেন সবাই একটু থামেন। পলাশ আরও জানান, যারা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে, তার দল তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে জড়িয়ে বেশ কিছু গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দাবি করা হয়, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পলাশ।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল