ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের বিরুদ্ধে দাপুটে জয়ের পর আবারও সুখবর পেল অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ মৌসুমের শীর্ষে উঠে এসেছে অজিরা।
এবারের মৌসুমে এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৫ জয়ে ১০০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এতে শতভাগের সাফল্যে নিয়ে তাদের তালিকা শীর্ষ স্থান দখলে সহায়তা করেছে।সবশেষ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
এর আগের ২০২১-২৩ মৌসুমেফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ যেন অজিদেরই রাজ্য। যদিও ক্রিকেটে অজিদের রাজকীয়তার জায়গা। এবারের মৌসুমের অজিদের পরে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ৩ জয়ে ৭৫ শতাংশ পয়েন্ট সংগ্রহ করেছে প্রোটিয়ারা। ৩য় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ১ জয়ের সাথে ১ ড্র তাদের। পয়েন্ট ৬৬ দশমিক ৬৭ শতাংশ।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। তবে ২ ম্যাচে ১ জয়ের সাথে ১ হার আছে তাদের ঝুলিতে। ফলে পয়েন্ট ৫০ শতাংশ। এবারের চক্রে এখনও পর্যন্ত সবচেয়ে হতাশ করা দলের নাম ভারত। ৫ম স্থানে থাকা ভারত সবচেয়ে বেশি ৯ ম্যাচ খেলে জিতেছে কেবল ৪ ম্যাচ। তাদের পয়েন্টে ৪৮ দশমিক ১৫ শতাংশ। এমন জায়গা থেকে ভারতের ফাইনাল খেলা এখন অনেক কঠিন। সবশেষ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের কারণে তাদের তালিকায় নিচে অবস্থান করতে হচ্ছে।
এছাড়া ৬ষ্ঠ স্থানে আছে নিউজিল্যান্ড। ১ ম্যাচ খেলে ১ ম্যাচই ড্র করেছে কিউইরা। তাদের পয়েন্ট ৩৩ দশমিক ৩৩ শতাংশ। পরের স্থানে আছে ইংল্যান্ড। ৭ ম্যাচে ২ জয়ে ৩০ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট রয়েছে ইংলিশদের।
অষ্টম স্থানে আছে বাংলাদেশ। এবারের চক্রে ২ টেস্ট খেলা বাংলাদেশ ১ ড্রয়ের সাথে ১ ম্যাচ হেরেছে। পয়েন্ট ১৬ দশমিক ৬৭ শতাংশ। নবম স্থানে থাকা দলটি ওয়েস্ট ইন্ডিজ। ৬ ম্যাচে ৫ হারের সাথে ১ ড্র করা ক্যারিবিয়ানদের পয়েন্ট ৫ দশমিক ৫৬ শতাংশ।
বিডি প্রতিদিন/কামাল