ভারতের তরুণ তারকা ব্যাটার অভিষেক শর্মা গড়লেন নতুন ইতিহাস। এক পঞ্জিকা বর্ষে টি–টোয়েন্টিতে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদে সার্ভিসেসের বিপক্ষে পাঞ্জাবের হয়ে খেলতে নেমে এই কীর্তি গড়ে তিনি।
চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন অভিষেক। এদিন ৩৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬২ রান করেন তিনি। এই ইনিংসেই স্পর্শ করেন ১০০ ছক্কা। ম্যাচ শেষে ২০২৫ সালে তার ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০১—মাত্র ৩৬ ইনিংসে।
নিজের আগের রেকর্ডই এবার ভেঙেছেন অভিষেক। ২০২৪ সালে তিনি টি–টোয়েন্টিতে ৮৭টি ছক্কা মেরেছিলেন, যা ছিল ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
এই বছর টি–টোয়েন্টিতে তার পরিসংখ্যান আরও চমকপ্রদ—৪২.৮২ গড় ও ২০৪.২২ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৪৯৯ রান। আছে ৯টি ফিফটি ও ৩টি সেঞ্চুরি। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও অবদান রাখেন তিনি—৭৩ রানের জয়ে নেন ২ উইকেট, আর হন ম্যাচসেরা।
এর এক সপ্তাহ আগেই বেঙ্গলের বিপক্ষে রীতিমতো ঝড় তোলেন অভিষেক। মাত্র ১২ বলে ফিফটি, আর ৩২ বলে সেঞ্চুরি—৭ চার ও ১১ ছক্কায়। সেই ম্যাচে শেষ পর্যন্ত ৮ চার ও ১৬ ছয়ে ৫২ বলে ১৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বর্তমান টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার।
বিডি-প্রতিদিন/সুজন