সমস্যা যেন পিছু ছাড়ছে না জশ হেইজেলউড। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনের মধ্যেই অ্যাকিলিসে ব্যথা অনুভব করার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
গত মাসে ভিক্টোরিয়ার বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হেইজেলউড। তাতে অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি অভিজ্ঞ এই পেসারের। ব্রিজবেনে টেস্টে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু এখনও পারেননি তিনি।
সিডনিতে গত সপ্তাহে কম গতিতে বোলিং শুরু করেন হেইজেলউড। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে অ্যাকিলিসে ব্যথা অনুভব করেন হেইজেলউড। তা অবশ্য খুব গুরুতর মনে হচ্ছে না এবং আগামী সপ্তাহে তিনি রানিং ও বোলিং শুরু করবেন।
অ্যাডিলেডে তৃতীয় টেস্টেও খেলার বাস্তবিক সম্ভাবনা আগেও ছিল না হেইজেলউডের। তবে নতুন সমস্যা যোগ হওয়ায় এখন মেলবোর্ন কিংবা সিডনি টেস্টেও তার খেলা নিয়ে জাগছে শঙ্কা। পায়ের নানা সমস্যা গত কয়েক বছর ধরে ভোগাচ্ছে তাকে। ২০২৪ সালের শুরু থেকে অস্ট্রেলিয়ার সাতটি টেস্টে বিভিন্ন চোটের জন্য খেলতে পারেননি তিনি।
চোটের জন্য অ্যাশেজে এখনও পর্যন্ত খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্সও। তাদের অনুপস্থিতির পরও সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। দিন-রাতের দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে লিড নিয়েছে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ