নিউ জিল্যান্ডকে যেন টেস্ট ক্রিকেটের সত্যিকারের স্বাদ উপহার দিলেন জাস্টিন গ্রিভস ও কেমার রোচ। আক্ষরিক অর্থেই মাটি কামড়ে পড়ে থাকলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার। তাদের ম্যারাথন জুটিতে ম্যাচ ড্র করলে ক্যারিবিয়ানরা।
ক্রাইস্টচার্চে পঞ্চম দিনে লড়াই জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত ফল আসেনি। ড্র নিয়েই মাঠ ছাড়ে তাই দুই দল। চতুর্থ ইনিংসে ৫৩১ রানের বিশাল লক্ষ্যে একপর্যায়ে আশা দেখা দিলেও, শেষ পর্যন্ত চেষ্টা করেনি ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ৬ উইকেটে ৪৫৭ রান করে তারা।
পাঁচ দিনের টেস্টে চতুর্থ ইনিংসে এটিই সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। ২০০২ সালে ক্রাইস্টচার্চে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫১ রান করেছিল নিউ জিল্যান্ড। একই মাঠে এবার সেটি টপকে এবার আরও ৬ রান বেশি করল রস্টোন চেজের নেতৃত্বাধীন দল।
বিডি প্রতিদিন/নাজিম