দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে দুই বছরের জন্য হ্যাম্পশায়ার পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কাউন্টি ক্লাবটি। তার সঙ্গে নতুন কোচিং সেট-আপে যুক্ত হচ্ছেন আরেক দক্ষিণ আফ্রিকান শেন বার্গার।
স্কটল্যান্ড জাতীয় দল ও সাম্প্রতিক সময়ে সমারসেটে দায়িত্ব পালন করেছেন বার্গার। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ডোমিঙ্গো। এরপর তিন বছর দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। ২০২৩ সাল থেকে তিনি জোহানেসবার্গভিত্তিক লায়ন্স দল এবং পিএসএলেও কাজ করেছেন।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ডোমিঙ্গো তার লায়ন্সের দায়িত্বও চালিয়ে যাবেন। হ্যাম্পশায়ারে তিনি দায়িত্ব নিচ্ছেন স্বদেশি আদ্রিয়ান বিরেলের জায়গায়, যিনি ২০২৫ মৌসুমের শেষে সাত বছর দায়িত্ব পালনের পর সরে দাঁড়াবেন।
নতুন কোচিং প্যানেলে বার্গার থাকবেন সহকারী কোচ (বোলিং) হিসেবে। সাবেক হ্যাম্পশায়ার অধিনায়ক জিমি অ্যাডামস তার ব্যাটিং কোচের ভূমিকায় অব্যাহত থাকবেন।
ডোমিঙ্গো বলেন, “হ্যাম্পশায়ারে যোগ দিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। এই ক্লাবের ঐতিহ্য, ইউটিলিটা বোলের বিশ্বমানের সুবিধাসমূহ, মাঠের ভেতরে-বাইরে সফলতার স্পষ্ট ভিশন সত্যিই অনুপ্রেরণাদায়ক। তরুণদের বিকাশ ঘটিয়ে শিরোপার জন্য লড়াই করা- এই দুইয়ের সমন্বয়ই আমার চ্যালেঞ্জ। কাজ শুরু করতে তর সইছে না।”
বার্গার বলেন, “হ্যাম্পশায়ারের উদীয়মান তরুণ বোলারদের মান অসাধারণ। সনি বেকার, এডি জ্যাক ও স্কট কারি ইতোমধ্যে ইংল্যান্ডের নজরে এসেছে। তাদের উন্নতিতে ভূমিকা রাখতে মুখিয়ে আছি। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা ও ভিশন আমাকে সত্যিই উজ্জীবিত করেছে।”
গত মৌসুমের শেষটা হ্যাম্পশায়ারের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট, মেট্রো ব্যাংক ওয়ানডে কাপ- দুই ফাইনালেই হারের তিক্ততা পায় তারা। এছাড়া কাউন্টি চ্যাম্পিয়নশিপে পয়েন্ট কেটে নেওয়ায় তারা অবনমনের শঙ্কায় ছিল। তবে শেষ দিনে ডারহামের বিপর্যয়ে তারা রক্ষা পায়।
হ্যাম্পশায়ারের ক্রিকেট পরিচালক জাইলস হোয়াইট বলেন, “আগামী মৌসুমের জন্য আমাদের কোচিং প্যানেল ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। ডোমিঙ্গোকে প্রধান কোচ, জিমি ও শেনকে সহকারী হিসেবে পেয়ে আমরা বিশ্বাস করি- তারা আমাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। উন্নতি ও জয়ের যে নীতি হ্যাম্পশায়ার ধরে রেখেছে, তারা সেটিই এগিয়ে নিয়ে যাবে।”
বিডি প্রতিদিন/নাজিম