যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে দুই ঘণ্টার ঝমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের ড্র। ড্র শেষ হওয়ার পর থেকেই আলোচনায় কোন গ্রুপ তুলনামূলক কঠিন এবং কোনটি সহজ।
৪৮ দলের ১২ গ্রুপের দিকে লক্ষ্য করলে দেখা যাবে, কোনো দলকেই “ডেথ অব গ্রুপ” বলার অবকাশ নেই। তবে তুলনামূলক কঠিন গ্রুপ হলো ‘আই’ ও ‘সি’।
‘আই’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছে সেনেগাল ও নরওয়ে। তাদের আরেক প্রতিদ্বন্দ্বি হবে ফিফা প্লে-অফ ২-এর ইরাক, বলিভিয়া বা সুরিনাম—এই তিনটি দেশের মধ্যে যে কোনো একটি।
২০২৬ বিশ্বকাপে নরওয়ে ২৮ বছর পর আবার খেলার সুযোগ পেল। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তারা বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করেছে। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই সম্পন্ন করে তারা।
ফ্রান্স বিশ্বকাপে অন্যতম সফল দল। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসিরা গতবারও ফাইনালে জায়গা করে নেয়। এছাড়াও দিদিয়ের দেশমের নেতৃত্বে দলের অস্ত্রভান্ডারে রয়েছেন উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে, জুলস কুন্দে, ইব্রাহিমা কন্তে, মালো গুস্তোসহ তারকাখচিত খেলোয়াড়রা।
তবে আর্লিং হলান্ডরা ফরাসিদের পরীক্ষায় ফেলতে পারে। অস্কার বব, শরলথ,মার্টিন ওডেগোর ও সান্দের বার্গদের মতো খেলোয়াড় রয়েছেন নরওয়ের দলে। সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতে জয় পেয়েছেন হলান্ডরা। সবশেষ ম্যাচে তারা ইতালির স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন হয়ে সরাসরি কোয়ালিফাই করেছে সেনেগাল। আল নাসরের সাদিও মানে, বায়ার্ন মিউনিখের নিকোলাস জ্যাকসন এবং ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার যে কোনোর দলের জন্য বিপজ্জনক।
আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি হলে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। তাঁকে সহযোগিতা করেন আন্তর্জাতিক অঙ্গনের সুপরিচিত সঞ্চালক সামান্থা জনসন।
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-র সূচনা বক্তব্য দিয়ে শুরু হয় ২০২৬ বিশ্বকাপ ড্র। উপস্থিত ছিলেন আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর প্রধানমন্ত্রী এবং অংশগ্রহণকারী দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি উপস্থিত ছিলেন স্বস্ত্রীক। উপস্থিত ছিলেন দেশটির সাবেক কিংবদন্তি রোবের্তো কার্লোস, মিডফিল্ড জেনারেল রিকার্দো কাকা ও রোনালদো।
সুপারমডেল হাইডি ক্লুম, অভিনেতা কেভিন হার্ট ও ড্যানি রামিরেজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
গ্রুপ আই:
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ (ইরাক/ বলিভিয়া অথবা) সুরিনাম)
বিডি প্রতিদিন/নাজিম