২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। শুক্রবার সেই অনুষ্ঠান মঞ্চেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হতে পারে ফিফার নতুন উদ্যোগ ‘ফিফা শান্তি পুরস্কার’। ন্যাশনাল ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে, ট্রাম্পই হতে চলেছেন এ পুরস্কারের প্রথম প্রাপক।
ফিফার ভাষ্য, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, মানুষের মধ্যে সংযোগ তৈরি এবং ‘ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড’ বার্তাকে যারা ছড়িয়ে দেন, তাদের স্বীকৃতি দিতেই এই পুরস্কার চালু করা হয়েছে। জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ক্রমশ বিভাজিত বিশ্বে শান্তির পথে কাজ করা মানুষদের সম্মান জানানো সময়ের দাবি।
তবে সমালোচকরা বলছেন, ট্রাম্প-ইনফান্তিনোর সাম্প্রতিক ঘনিষ্ঠতাই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। কয়েক মাস আগেও ইনফান্তিনো দাবি করেছিলেন, মধ্যপ্রাচ্যে নীতিগত পদক্ষেপের জন্য ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। অনেকে তাই মনে করছেন, ফিফার পুরস্কার যেন একধরনের ‘সান্ত্বনা পুরস্কার’।
ড্র অনুষ্ঠানটি হোয়াইট হাউসের কাছেই, আর ট্রাম্প স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তাই ধরে নিচ্ছে পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা শুধু সময়ের অপেক্ষা।
এদিকে ফিফা বলছে এ পুরস্কারের লক্ষ্য ফুটবলের মাধ্যমে বিশ্বকে একত্রিত করার বার্তা জোরালো করা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, নজর থাকবে আজকের ড্র শুধু গ্রুপে নয়, ট্রাম্পকে ঘিরে সম্ভাব্য ঐতিহাসিক ঘোষণাতেও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/আশফাক