ফুটবল মাঠ ছাড়িয়ে এবার প্রযুক্তি জগতে বিনিয়োগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ অরবিন্দ শ্রীনিবাস প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা ‘পারপ্লেক্সিটি’-তে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছেন পর্তুগিজ তারকা।
চুক্তি চূড়ান্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সঙ্গে ছবি পোস্ট করে অরবিন্দ লেখেন- “রোনালদো বিশ্বসেরা ফুটবলার হওয়ার পাশাপাশি প্রযুক্তি ও অগ্রগতির প্রতিও সমান অনুগত। আমরা একসঙ্গে পারপ্লেক্সিটিকে প্রশ্নের উত্তরের সেরা মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করব।”
রোনালদো নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার কেরিয়ারের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে নিজেকে আরও ভালো করার আকাঙ্ক্ষা। প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়াটাও সেই যাত্রার অংশ।”
এই অংশীদারিত্বের মাধ্যমে পারপ্লেক্সিটিতে চালু হচ্ছে ‘রোনালদো হাব’। এখানে পাওয়া যাবে তার রেকর্ড, গোল সংখ্যা, ট্রফি জয়ের তথ্য থেকে শুরু করে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও তথ্য। ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোনাল্ডো সম্পর্কিত প্রশ্নও করতে পারবেন।
এরই মধ্যে সংস্থার পক্ষ থেকে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দুই কিশোর ভক্ত রোনাল্ডোর ক্যারিয়ার নিয়ে আলোচনা করছে। ভিডিওর শেষে দেখা যায়, রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ উদ্যাপনের মাধ্যমে এআই'কে প্রশ্ন করা হচ্ছে- কীভাবে বাইসাইকেল কিক করতে হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ