অ্যাশেজ সিরিজের চলতি ব্রিসবেন টেস্ট থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। গ্যাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার নাথান লায়নের। এই টেস্টে শুধু পেসারদের নিয়ে একাদশ সাজানোয় জায়গা হয়নি দলের তার।
তবে এ নিয়ে ব্যাপক হতাশ অস্ট্রেলিয়ান এই স্পিনার। তিনি বলেছেন, বাদ পড়ার সিদ্ধান্তে তিনি ‘একেবারে ক্ষুব্ধ’। বর্তমানে তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর লায়ন। ২০১২ সালের পর এটাই প্রথমবার ঘরের মাঠে কোনো টেস্টে খেলছেন না লায়ন। তার জায়গায় দলে এসেছেন ডানহাতি পেসার মাইকেল নেসার।
চ্যানেল সেভেনকে তিনি বলেন, ‘আমি ভীষণ খারাপ অনুভব করছি। সিদ্ধান্তটা মেনে নিতে সময় লাগছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে যে ভূমিকা রাখতে পারতাম, সেটা জানি বলেই আরও কষ্ট লাগছে— বিশেষ করে এই মাঠে।’
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি অবশ্য লায়নকে আশ্বস্ত করেছেন,এটি কেবল একটি টেস্টের জন্য, ‘নাথান রাগ করবে এটাই স্বাভাবিক। তবে এটা কন্ডিশন বিবেচনায় এক ম্যাচের জন্য সিদ্ধান্ত।’
জর্জ বেইলির কথা ঠিক থাকলে অ্যাডিলেডে তৃতীয় টেস্টেই লায়নকে একাদশে দেখা যাবে। ব্রিসবেনে তার অনুপস্থিতিতে ইংল্যান্ড ব্যাটার জো রুট স্বাগতকিদের পেস আক্রমণকে তুলোধুনো করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম অ্যাশেজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটা তার ক্যারিয়ারের ৪০তম টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে ইংল্যান্ড ওপেনার ক্রলি স্বীকার করেছেন, অস্ট্রেলিয়া লায়নকে বাদ দেবে এটা তারা আশা করেননি। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও বলেছেন, ‘এটা লায়নের জন্য কঠিন।’
বিডি প্রতিদিন/কামাল