ভারতীয় দল এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত। আর অভিষেক শর্মা ব্যস্ত হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে। এই প্রতিযোগিতায় পাঞ্জাবের হয়ে খেলছেন বাঁহাতি এই ওপেনার। সবশেষ তিন ম্যাচে মারকুটে এই ব্যাটারের রান আর স্ট্রাইকরেট দেখলে চোখ কপালে উঠবে।
গতকাল পুদুচেরির বিপক্ষে অভিষেক শর্মা করেন ৯ বলে ৩৪। ৪ চার ও ৩ ছয়ে খেলা তার এই ইনিংসের স্ট্রাইকরেট ৩৭৭.৭৭। আগের ম্যাচে বারোডার বিপক্ষে করেছেন বরাবর ৫০। এই ইনিংস খেলতে ২৫ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন ১৯টি ডেলিভারি। আর এরও আগে গত ৩০ নভেম্বরের ম্যাচটিতে তো রেকর্ডই ভেঙে দিয়েছেন অভিষেক।
বেঙ্গলের বিপক্ষে ওই ম্যাচে মাত্র ১২ বলে ফিফটি করেন পাঞ্জাবের হয়ে খেলতে নামা বাঁহাতি ওপেনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। আর ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। এরপর আরও ২০ বলে খেলে ২ চারের সঙ্গে ৬টি ছক্কা মেরে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন অভিষেক। এই সেঞ্চুরিতে রোহিত শর্মার পাশে বসেন অভিষেক।
সব মিলিয়ে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সবশেষ তিন ম্যাচে তার রান ২৩২, স্ট্রাইকরেট ২৯০।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক এরই মধ্যে রেকর্ডের ফোয়ারা বইয়ে দিয়েছেন অভিষেক। জাতীয় দলের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম ২৯ ম্যাচেই ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১৮৯.৫১ স্ট্রাইকরেটে ব্যাটিং করা এই ‘পাগলাটে’ ব্যাটার এরমধ্যে সেঞ্চুরিই করেছেন দুইটি, ফিফটির সংখ্যা ৬।
বিডি প্রতিদিন/নাজিম