দুইবার রান-আপের মাঝে থেমে গেলেন নান্দ্রে বার্গার। পরে আর বোলিংই করতে পারলেন না তিনি। হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া এই পেসারকে এখন হারানোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকা।
রায়পুরে বুধবার (৩ ডিসেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় এই চোট পান বার্গার। নিজের সপ্তম ওভার করতে এসে প্রথম ডেলিভারি করার পর পায়ে অস্বস্তি অনুভব করেন তিনি।
পরের ডেলিভারি করার জন্য দুইবার দৌড় দিয়েও ব্যথায় তাকে থেমে যেতে হয়। ডান পা মাটিতে রাখতেই কষ্ট হচ্ছিল তার। মাঠ ছাড়ার আগে ডান হাঁটুতে চেপে ধরতে দেখা যায় বার্গারকে।
ওই ওভারের পরের পাঁচটি বল করেন এইডেন মার্করাম। বার্গারের অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকার বোলিংয়ে প্রভাব ফেলে অনেক। ৫.৫ ওভার করে ৪৮ রান দেন মার্করাম। আর ৬.১ ওভারে ১ উইকেট নেন বার্গার ৪৩ রান খরচায়।
ভারতের বিপক্ষে শনিবারের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বার্গারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ছিটকে যেতে পারেন তিনি মৌসুমের বাকি অংশ থেকেও। ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য নেই বার্গার।
এর আগেও চোটের থাবায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন বার্গার। পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্যাকচারে ২০২৪ সালের অক্টোবর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত খেলতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ