টসের বেলায় যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও টস হেরে মাঠ ছাড়লেন কে এল রাহুল। ফলে ওয়ানডেতে ভারতের টানা টস-হারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০টিতে, যা বিশ্ব ক্রিকেটের এক বিরল রেকর্ড।
টসের আগে রাহুল মজা করে বলেছিলেন, টস জেতার চাপই নাকি তার মাথায় সবচেয়ে বেশি। এজন্য নাকি তিনি কয়েন ছোড়ার অনুশীলনও করেছেন! কিন্তু ফল বদলায়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাই জিতলেন টস, নিলেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত।
টানা ২০ টস হারার সম্ভাবনা কত? হিসাব বলছে, মাত্র ০.০০০০০০৯৫৪! ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টস-হারের রেকর্ড নেদারল্যান্ডসের, টানা ১১টি।
টস হেরে রাহুল হেসেই বললেন, আমরা কত দিন ধরে টস জিতছি না, সেটা ভাবলেই চাপ লাগে। কয়েন ছোড়ার অনুশীলন করছি ঠিকই, কিন্তু লাভ হচ্ছে না!
এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় চলছে ঠাট্টা-তামাশা। সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীভাত্স গোস্বামী তো সামাজিক মাধ্যমে লিখলেন, ‘ভারতকে আর টসে আসা লাগবে না। প্রতিপক্ষকেই সিদ্ধান্ত নিতে দিন। সময়ই বাঁচবে।’
ভারতের এই ‘অদ্ভুত’ টস-হারের ধারা শুরু হয়েছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। এরপর রোহিত শর্মা, লোকেশ রাহুল, এমনকি শুভমান গিল; তিন অধিনায়কই টানা টস হেরে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এমআই