লিওনেল মেসি আরও একবার নিজেকে কিংবদন্তীর স্তরে নিয়ে গেলেন। ইতিহাসের পাতায় বিরলতম স্থানই দখল করলেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। মেসি এমন এক মাইলফলক স্পর্শ করেছেন যা অন্য যেকোনো ফুটবলারের পক্ষে স্পর্শ করা প্রায় অসম্ভব।
এটি কেবল ট্রফির বিশাল সংগ্রহশালা নয়, এটি মেসির নেতৃত্ব ও প্রভাবেরও পরিচায়ক। মনে করা হয় যেকোনো রেকর্ডেরই একটি মেয়াদ থাকে, তবে মেসি ঘটালেন উল্টো, আবারও প্রমাণ করলেন কিছু কিছু রেকর্ড করা হয় দীর্ঘস্থায়ী হওয়ার জন্যই।
ইন্টার মায়ামির হয়ে জয় করা সর্বশেষ শিরোপা মেসি সম্পর্কিত বিশ্ব ধারণাকেও নতুন করে সংজ্ঞায়িত করেছে।
ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী খেলোয়াড় মেসি আগেই ছিলেন। কিন্তু এখন তিনি চারটি ভিন্ন দলের হয়ে ট্রফি জয়ের অনন্য রেকর্ডেরও মালিক।
মেসির অবিশ্বাস্য যাত্রা শুরু হয়েছিল বার্সেলোনায়, যেখানে তিনি ৩৫টি শিরোপা জিতেছেন। আধুনিক ফুটবল এই ক্লাবেই তার জন্ম দেখেছে। এরপর প্যারিসে যোগ হয় আরও তিনটি, নিজ দেশ আর্জেন্টিনায় ছয়টি অতি মূল্যবান জয়, আর এখন যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির সাথে তিনি পেলেন দ্বিতীয় শিরোপা।
সব মিলিয়ে, ৪৬টি অফিসিয়াল শিরোপা মেসির ঘরে। এই ঘটনা বিশ্ব ক্রীড়া ইতিহাসে তাকে সর্বোচ্চ আসন চিরতরে সিলমোহর দিয়ে দিলো। এর সাথে যোগ করতে হবে তার ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোও আটটি ব্যালন ডি'অর, ছয়টি গোল্ডেন বুট, তিনটি ফিফা দ্য বেস্ট এবং চারটি বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বার্সেলোনায় থাকাকালীন মেসি বিশ্ব শাসন করেছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জিতে তিনি তার পারফেক্ট বৃত্তটি সম্পূর্ণ করেছেন। পিএসজিতেও তিনি তার প্রতিদ্বন্দ্বিতামূলক মেজাজ ধরে রেখেছিলেন। আর মায়ামিতে এসে তিনি এমএলএস-এর সীমানা ছাড়িয়ে এক সামাজিক ফেনোমেননে পরিণত হয়েছেন।
তার ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৩টি শিরোপায় থমকে আছেন। মেসির থেকে তাই এখনও তিনি অনেক দূরে।
বিডি প্রতিদিন/নাজমুল